ট্রাফিক সামলাচ্ছেন এমবিএ ছাত্রী শুভি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
মধ্যপ্রদেশের ইনদওরের রাস্তায় ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে এক তরুণীকে। অভিনব কায়দায় নাচতে নাচতে ট্রাফিক সামলাচ্ছেন তিনি। তাঁর ট্রাফিক সামলানোর এই অভিনব কায়দায় অনুপ্রাণিত ইনদওরের পথচারী থেকে ছাত্রছাত্রীরা।
ওই তরুণীর নাম শুভি জৈন। তাঁর বাড়ি মধ্যপ্রদেশের সাগর জেলার বীণা শহরে। পুণের সিমবায়োসিস ইনস্টিটিউটে এমবিএ নিয়ে পড়ছেন তিনি। ১৫ দিনের ইন্টার্নশিপের অঙ্গ হিসেবে ট্রাফিক সামলানোর কাজ করছেন তিনি। সেই কাজ অভিনব কায়দায় করেই সকলের মনে জায়গা করে নিয়েছেন শুভি। তিনি বলছেন, ‘‘ট্রাফিক পুলিশের স্বেচ্ছাসেবক হিসেবে ১৫ দিন কাজ করছি আমি। যখন পথচারীরা সিটবেল্ট বেঁধে, হেলমেট পরে নিজেরাই আমাকে দেখিয়ে যাচ্ছে। তখন আরও বেশি করে কাজের অনুপ্রেরণা পাচ্ছি।’’
এ ব্যাপারে ইনদওর ট্রাফিকের ডিএসপি উমাকান্ত চৌধরি বলেছেন, ‘‘২০২২-এর মধ্যে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করে ট্রাফিক সামলানোর কাজে প্রশিক্ষণ দিতে চাইছি আমরা। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা প্রচারের জন্যই আমাদের এই উদ্যোগ। শুভির এই অভিনব কায়দা অন্য স্বেচ্ছাসেবকদেরও অনুপ্রেরণা যোগাচ্ছে।’’
দেখুন সেই ভিডিয়ো—
कुछ छात्र ऐसे भी! दिल्ली से 837 किमी की दूरी पर इंदौर की सड़क पर सिंबायसिस कॉलेज की शुभी जैन को सड़क दुर्घनाओं से आज़ादी चाहिए। गुज़ारिश और शुक्रिया के साथ क्या कर रही हैं, पूरा विडियो देखिए! pic.twitter.com/dZUIqhf8hS
— Anjana Om Kashyap (@anjanaomkashyap) November 18, 2019
আরও পড়ুন: কলেজ ছাত্রীদের গিয়ার পাল্টাতে দিয়ে সাসপেন্ড কেরলের বাসচালক! দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: ৪৮০ কিমি পথ হেঁটে ১৩ তীর্থযাত্রীর সঙ্গে শবরীমালা যাচ্ছে এই কুকুর, দেখুন ভিডিয়ো
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy