রাস্তা করে দেওয়া হচ্ছে অ্যাম্বুল্যান্সকে। ছবি: টুইটার থেকে নেওয়া।
জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়ারা মনে করিয়ে দিল হংকংয়ের বিক্ষোভ প্রতিবাদের কথা। সেখানে দেখা গিয়েছিল বিক্ষোভকারীরা একটি অ্যাম্বুল্যান্সকে ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা করে দিচ্ছেন। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর এবার দিল্লিতে একই রকম একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
দিল্লিতে একটি রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছিলেন জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির পড়ুয়ারা। রাস্তায় যান চলাচল যাতে বিঘ্নিত না হয়, বিশেষ করে অ্যাম্বুল্যান্সের পথ যাতে কোনও ভাবেই আটকে না পড়ে সেদিকে নজর রাখেন আন্দোলনকারীরা।
বিক্ষোভ চলার সময়ই একটি অ্যাম্বুল্যান্স ওই রাস্তায় আসে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা রাস্তা থেকে দু’ ধারে সরে গিয়ে তাকে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন।
আরও পড়ুন: অফিসে ‘ফাঁকি’ দিতে টয়লেটে ঝিমুনির দিন শেষ, আসছে এই নতুন কমোড
ভিডিয়োটি কামরান সাহিদ নামে এক ইউজারের টুইটার হ্যান্ডলে ১৭ ডিসেম্বর ভিডিয়োটি পোস্ট হয়েছে। এটি ১৬ তারিখের ঘটনা বলে জানা গিয়েছে। ১০ সেকেন্ডের ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ১০ হাজার বার দেখা হয়েছে। এক হাজারের বেশি লাইক পড়েছে।
আরও পড়ুন: আজও সমুদ্রের গভীরে ঘুরে বেড়াচ্ছে ২৬৮ বছরের কোনও তিমি
দেখুন সেই ভিডিয়ো:
Remember video of the crowd parting to make way for an ambulance in Hong Kong?
— Namma Uru, Bengaluru..! Namma Nadu, Karunadu..! (@CitizenKamran) December 17, 2019
This was at protest at Jamia
These are not troublemakers looking to incite trouble,for that it you need uniform, these students are fighting for all of us@IndiasMuslims @kavita_krishnan @naukarshah pic.twitter.com/nP3t41DPlr
হংকংয়ে প্রতিবাদের মাঝে অ্যাম্বুল্যান্সকে জায়গা করে দেওয়ার ভিডিয়ো:
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy