স্ট্রেচারে করে মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ছবি: টুইটার থেকে নেওয়া।
দেশের ভিতরে দুর্গম এলাকাতেও আমাদের সেনা জওয়ানরা কী ভাবে সাধারণ মানুষের কাছে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন, তার আরও একটি উদাহরণ সামনে এল। দুর্গম পথে পায়ে হেঁটে এক মহিলাকে স্ট্রেচারে করে হাসপাতালে পৌঁছে দিলেন জওয়ানরা।
সংবাদ সংস্থা এএনআই সম্প্রতি একটি টুইট করেছে। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ি, পাথুরে পথে কখনও বা খরস্রোতা ঝরনা পেরিয়ে এক মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই পথ এমনই বিপজ্জনক যে, একটু অসাবধান হলেই পা হড়কে বিপদে পড়তে পারেন যে কেউ। তার মধ্যেই সতর্কভাবে মহিলা সহ স্ট্রেচার নিয়ে যাওয়া হচ্ছে।
পোস্টে জানানো হয়েছে, ‘ইন্দো টিবেটান বর্ডার পুলিশ' (আইটিবিপি)-এর জওয়ানরা ওই মহিলাকে হাসপাতালে পৌঁছে দিতে প্রায় ৪০ কিমি পথ পায়ে হেঁটে পাড়ি দেন। এর জন্য তাঁদের প্রায় ১৫ ঘণ্টা সময় লাগে’। অবশ্য পথ কেমন, তা দেখলেই বোঝা যায় কেন ৪০ কিমি অতিক্রম করতে ১৫ ঘণ্টা সময় লাগে।
আরও পড়ুন: জলে নামতেই গায়েব বান্ধবীর বিকিনি, পরিকল্পনা করে গোটা ঘটনা ক্যামেরাবন্দি জাদুকরের
আরও পড়ুন: বিকিনি পরে এলেই বিনামূল্যে পেট্রল
শনিবার ওই মহিলাকে উত্তরাখণ্ডে পিথোরাগড়ের লাপসা গ্রাম থেকে মুনসিয়ারি নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই পথে বেশ কয়েকটি নালা, ধস প্রবণ এলাকা পেরিয়ে আইটিবিপি-র জওয়ানদের যেতে হয় বলে জানিয়েছে এএনআই।
দেখুন সেই পোস্ট:
#WATCH: ITBP jawans travelled 40-km on foot for 15 hours carrying an injured woman on a stretcher from a remote village, Lapsa to Munsyari in Pithoragarh, Uttarakhand yesterday. During this journey, they crossed flooded nullahs & landslide-prone areas: ITBP pic.twitter.com/kTycp5IizR
— ANI (@ANI) August 23, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy