নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার গান। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
চারিদিকে যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে, শুধু বরফ। এলাকাটা কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা। এই আবহাওয়াতেও সেখানে ডিউটি করতে হচ্ছে ভারতীয় সেনা জওয়ানদের। দেশের জন্য সেই ডিউটির মধ্যেই বড়দিন পালন করেছে জনা তিরিশ সেনা জওয়ানের একটি দল। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আবারও জওয়ানদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।
সেই ভিডিয়োতে জওয়ানদের দেখা যাচ্ছে উৎসবের মেজাজে। শীতের পোশাক পরে বরফের মধ্যে দাঁড়িয়ে আছেন তাঁরা। তাঁদের মধ্যে একজনকে সান্তার সাজেও দেখা যাচ্ছে। এ ছাড়া ক্রিসমাস ট্রিও রয়েছে জওয়ানদের মধ্যে। সবাই মিলে গাইছেন ক্রিসমাস ক্যারল। বরফের মধ্যে দাঁড়িয়ে জওয়ানদের গাওয়া জিঙ্গল বেলসে এখন মজেছেন নেটিজেনরা।
সেই ভিডিয়ো দেখে নেটিজেনদের মন্তব্য, ‘একেই বলে উদ্যাপন।’ সঙ্গে জওয়ানদের ক্রিসমাস ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। দেখুন সেই ভিডিয়ো—
#WATCH Jawans celebrate Christmas on the Line of Control in Kashmir. (Source - Indian Army) pic.twitter.com/3Msg6s82iO
— ANI (@ANI) December 25, 2019
আরও পড়ুন: ঘুরতে গিয়েছিলেন প্রেমিকের সঙ্গে, বাড়ি ফিরে অপহরণের গল্প ২১ বছরের যুবতীর!
আরও পড়ুন: মোদীর সূর্যগ্রহণ দেখার ছবি মিম হয়ে গেল, জবাবে কী বললেন প্রধানমন্ত্রী?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy