‘‘এটাই হল বন্ধুত্ব।’’ ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
দু’জনেই খুদে। তাদের মধ্যে এক জন অন্যজনকে সাইকেলে চড়া শিখতে সাহায্যে করছে। লাল প্যান্ট পরা খুদে বসে আছে সাইকেলে। নীল প্যান্ট পরা ছেলেটি সাইকেল ধরে ছুটছে, যাতে তার বন্ধু পড়ে না যায়। এ ভাবে কিছুটা যেতে যেতে কোমরে আলগা হওয়া নীল প্যান্ট খুলে গেল ছেলেটির। কিন্তু তবুও সে চলন্ত সাইকেল ছেড়ে প্যান্ট তুলতে উদ্যত হল না। সেই অবস্থাতেই তার বন্ধুর সাইকেল ধরে এগিয়ে নিয়ে যেতে থাকল। এ ভাবে কিছুটা যাওয়ার সাইকেল থামিয়ে তার বন্ধু যখন মাটিতে পা রাখতে পারল, তখন সে তুলে নিল নিজের খুলের যাওয়া প্যান্ট।
এই ঘটনার ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন আইএএস ওম পি মাচরা। রবিবার আপলোড করার পর সেই ভিডিয়ো দেখা হয়েছে ৭২ হাজারেরও বেশি বার। ভিডিয়োটি আপলোড করে তিনি লিখেছেন, ‘‘এটাই হল বন্ধুত্ব।’’ সঙ্গে ফ্রেন্ডশিপ ডে-র শুভেচ্ছাও জানিয়েছেন সকলকে।
ওই টুইটার পোস্ট থেকে জানা গিয়েছে, ঘটনাটি গুজরাতের আমদাবাদের রাস্তায় ঘটেছে। দেখুন সেই ভিডিয়ো—
Ye hai dosti.
— Dr. OM P. MACHRA IAS (@DrOM_Machra) August 2, 2020
Happy Friendship Day🤝 pic.twitter.com/ETxbBmzbbP
আরও পড়ুন: সহকর্মীদের সহায়তায় স্ত্রীকে ধর্ষণ করে রেললাইনে ফেলে দিলেন স্বামী
আরও পড়ুন: দিল্লির অভিজাত রেস্তরাঁর সম্বরের বাটিতে মৃত টিকটিকি!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy