ওই পুলিশকর্মীর নাম মাহিপাল সিংহ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
আইন অমান্যকারী গাড়িকে থামাতে গিয়ে দুর্ঘটনার কবলে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মী। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির একটি ব্যস্ত রাস্তায়। সিসিটিভি ফুটেজের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
দিল্লির ধৌলা কুয়াঁ এলাকায় ট্রাফিক আইন অমান্য করেছিল একটি গাড়ি। তখন তা থামানোর চেষ্টা করেন সেখানে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কর্মী। কিন্তু না থেমে গাড়িটি পুলিশকর্মীকে নিয়েই ছুটতে শুরু করে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ির বনেটে পুলিশকর্মীকে নিয়েই ছুটছে গাড়িটি। এ ভাবে প্রায় ৪০০ মিটার যাওয়ার পর ব্যস্ত রাস্তাতেই পড়ে গেলেন ওই পুলিশকর্মী। আর গতি বাড়িয়ে পালিয়ে গেল গাড়িটি।
জানা গিয়েছে, গত সোমবার ঘটনাটি ঘটেছে। ওই পুলিশকর্মীর নাম মাহিপাল সিংহ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করে মামলা দায়ের করা হয়েছে। তাঁর নাম শুভম। তিনি দক্ষিণ-পশ্চিম দিল্লির উত্তমনগরের বাসিন্দা। দেখুন সেই ভিডিয়ো—
#WATCH An on-duty Delhi Traffic Police personnel in Delhi's Dhaula Kuan dragged on the bonnet of a car for few metres after he attempted to stop the vehicle for a traffic rule violation. The car driver was held later.(12.10.20) #Delhi pic.twitter.com/R055WpBm8M
— ANI (@ANI) October 15, 2020
আরও পড়ুন: অপহরণ করে নাবালিকাকে ২২ দিন ধরে গণধর্ষণ
আরও পড়ুন: ভেসে যাচ্ছে মানুষ, গাড়ি, বৃষ্টিতে ভয়াল অবস্থা হায়দরাবাদের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy