দড়ি দিয়ে খাল থেকে লরি তুলছেন গ্রামবাসীরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
দুর্ঘটনার জেরে খালে পড়ে গিয়েছিল একটি লরি। কোনও যন্ত্রের সাহায্য ছাড়া সেই লরিকে গ্রামবাসীরা যে ভাবে খাল থেকে তুলে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পর থেকেই তা ভাইরাল। দড়ি, বাঁশ দিয়ে টেনে যে ভাবে লরিটিকে তোলা হয়েছে তা দেখে চমকে যাচ্ছেন নেটাগরিকরা। ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডের এক গ্রামে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, লরিটি আদা বোঝাই করে যাচ্ছিল। পথে ওই গ্রামের সেটি দুর্ঘটনার কবলে পড়ে। আহত অবস্থাতেই লরিটিকে ফেলে পালিয়ে যান চালক। ওই অবস্থাতেই খালে পড়ে থাকে লরিটি।
তা দেখে এগিয়ে আসেন গ্রামবাসীরা। উদ্ধারের কোনও যন্ত্র তাঁদের কাছে ছিল না। প্রচুর দড়ি, লম্বা বাঁশ দিয়ে লরিটিকে বিভিন্ন দিক থেকে বাঁধেন গ্রামবাসীরা। তার পর সবাই মিলে টেনে তা তোলেন। সম্প্রতি এই ঘটনার ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন মিজোরামের দায়িত্বে থাকা বিজেপির মুখপাত্র এমহনলুমো কিকনও। এই ভিডিয়োর মাধ্যমে ‘একতা বল’ চিত্রটি তুলে ধরতে চেয়েছেন তিনি। দেখুন সেই ভিডিয়ো—
In a village in Nagaland (not yet identified) the entire community pulls up a truck which fell off the road with ropes & the spirit of unity!
— Mmhonlumo Kikon (@MmhonlumoKikon) January 10, 2021
More information awaited! As received on WhatsApp! pic.twitter.com/B0joxEPEKU
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy