জাতীয় সঙ্গীত গাওয়া অরুণাচলের সেই বাচ্চা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
গত সপ্তাহেই দেশ জুড়ে পালিত হয়েছে ৭৩তম স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিসবসের সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে জাতীয় সঙ্গীত অথবা দেশাত্মবোধক গানের নানান ভিডিয়ো। সেই তালিকায় এ বার নতুন চমক অরুণাচল প্রদেশের একটি বাচ্চার গাওয়া জাতীয় সঙ্গীত। অরুণাচলের ওই বাচ্চার ভাঙা ভাঙা গলায় জাতীয় সঙ্গীত শুনে আবেগতাড়িত হয়ে পড়েছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে থেকে আবেগের সঙ্গে ‘জন গণ মন’ গাইছে সে। খুব সুর করে গাইতে না পারলেও সে যে প্রাণ ঢেলে জাতীয় সঙ্গীত গাইছে, তা বোঝা যাচ্ছে তার মুখের অভিব্যক্তি দেখেই। এইটুকু ছেলের মুখে জাতীয় সঙ্গীত শুনে মোহিত হয়েছেন নেটিজেনরা।
যদিও ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল স্বাধীনতা দিবসের আগেই। কিন্তু স্বাধীনতা দিবসের পর ব্যাপক হারে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। তবে ওই বাচ্চাটির কোনও পরিচয় জানা যায়নি।
Arunachal boy singing National Anthem with cuteness.
— Rahul Bhagat 🇮🇳 (@iamrahulbhagat) May 12, 2019
Make him famous.@KirenRijiju @squintneon @narendramodi @PemaKhanduBJP @himantabiswa #NorthEastIndia pic.twitter.com/lkU99s8m6Y
আরও পড়ুন: খরস্রোতা নদী থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করল বায়ুসেনা! দেখুন রুদ্ধশ্বাস ভিডিয়ো
আরও পড়ুন: মত্ত চালক, ফুটপাথে উঠে এসে পর পর ধাক্কা এসইউভির, দেখুন ভিডিয়ো
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy