গাড়িকে তাড়া করছে হাতি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গল চিরে যাচ্ছে লরি। হঠাৎ লরির চালক দেখতে পেলেন লরির দিকে ছুটে আসছে একটি হাতি। তা দেখে লরিটিকে পিছিয়ে নিতে লাগলেন তিনি। কিন্তু হাতি নিজের গতি বাড়িয়ে ছুটছে গাড়ির দিকে। এ ভাবে ছুটতে ছুটতে গাড়িতে এসে এক ধাক্কা দিল হাতিটি। সেই ধাক্কায় গাড়ির বনেটের সামনের অংশ উড়ে গিয়ে পড়ল রাস্তার ধারে। তার পর হাতিটি রাস্তা পার হয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করল।
সম্প্রতি এই ঘটনা ঘটেছে কর্নাটকের নাগারহোল ন্যাশনাল পার্কে। লরির চালক বাদে সে সময় থাকা অপর ব্যক্তি রেকর্ড করেছিলেন ঘটনাটি। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
নাগারহোল ন্যাশনাল পার্কে রয়েছে প্রচুর এশিয়ান হাতি। এ ছাড়া রয়েছে বাঘ ও বিভিন্ন প্রজাতির পাখি। দেখুন সেই ভিডিয়ো—
Terrifying chase down y’day by angry Karnataka elephant, rips off truck bonnet with tusks @jrendell @tunkuv pic.twitter.com/TkffCMvGZw
— Michael Dwyer (@MikeDwyerMike) January 16, 2020
আরও পড়ুন: বরফের মধ্যেই ভাঙরা নাচ মন জিতল নেটিজেনদের
আরও পড়ুন: রাস্তায় মূত্র ত্যাগ রুখতে অভিনব পন্থা নিল বেঙ্গালুরু
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy