মা চূড়ারত্নাকে স্কুটারে করে ভারত ঘোরাচ্ছে কৃষ্ণ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
কর্নাটকের মাইসুরুর বাসিন্দা ডি কৃষ্ণ কুমার। ছোটবেলা থেকে তিনি দেখে এসেছেন যৌথ পরিবারের গৃহস্থালির কাজ সামলেই কেটে গিয়েছে মায়ের সময়। বাইরে কোথাও ঘুরতে যেতে দেখেননি মাকে। বছর খানেক আগে তাঁর বাবা মারা গিয়েছেন। তার পর থেকে মাইসুরুতে একাই থাকেন তাঁর মা। ৩৯ বছরের কৃষ্ণ কাজের সূত্রে থাকেন বেঙ্গালুরুতে।
গত বছর মা তাঁর কাছে হাম্পি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মায়ের এই ইচ্ছার কথার শুনে, মনে মনে কষ্ট পেয়েছিলেন কৃষ্ণ। তিনি ভেবেছিলেন, বাড়ির কাছের এত বিখ্যাত জায়গাটিও দেখা হয়নি ৭০ বছর বয়সি মায়ের! তখন তিনি নিজের কাজ ছেড়ে দেন। ঠিক করেন ভারতের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবেন মাকে। তার পর ২০ বছর আগে বাবার উপহার দেওয়া স্কুটারে মাকে বসিয়ে বেরিয়ে পড়েন ভারতের বিভিন্ন জায়গা ঘুরতে। গত সাত মাসে বাবার দেওয়া সেই স্কুটারে মাকে বসিয়ে তিনি পাড়ি দিয়েছেন প্রায় ৪৮ হাজার ১০০ কিলোমিটার পথ। নেপাল, ভুটান-সহ মাকে ঘুরিয়েছেন দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন দর্শনীয় স্থান।
মাকে নিয়ে দেশ ভ্রমণকে কৃষ্ণ নাম দিয়েছেন মাতৃ সেবা সংকল্প যাত্রা। কেরল, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, তেলঙ্গানা, ছত্তীসগঢ়, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম,আসাম, মেঘালয় এই সব জায়গায় তিনি মাকে ঘুরিয়েছেন স্কুটারে বসিয়েই। আর বাবার দেওয়া এই স্কুটারে যেতে যেতে তাঁর মনে হয়, বাবাও যেন তাঁদের সঙ্গেই আছেন।
মা চূড়ারত্নাকে নিয়ে কৃষ্ণের এই ভ্রমণের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে। ব্যবসায়ী আনন্দ মহীন্দ্রা থেকে নান্দি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনোজ কুমার- সবাই কৃষ্ণের মাতৃভক্তি দেখে আবেগে বিহ্বল হয়েছেন। আর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কৃষ্ণকে। মাকে নিয়ে কৃষ্ণ যাতে আরও জায়গায় ঘুরতে পারেন সে জন্য তাঁকে মহীন্দ্রা ‘কেইউভি ১০০ এনএক্সটি’ গাড়িটি উপহার দেওয়ারও ইচ্ছাপ্রকাশ করেছেন আনন্দ।
A beautiful story. About the love for a mother but also about the love for a country... Thank you for sharing this Manoj. If you can connect him to me, I’d like to personally gift him a Mahindra KUV 100 NXT so he can drive his mother in a car on their next journey https://t.co/Pyud2iMUGY
— anand mahindra (@anandmahindra) October 23, 2019
আরও পড়ুন: ফের নির্জোট সম্মেলন এড়াচ্ছেন প্রধানমন্ত্রী, বিদেশনীতিতে বদল? উঠছে প্রশ্ন
আরও পড়ুন: সরকারি অধিগ্রহণ মামলার শুনানি, বেঞ্চ থেকে সরতে নারাজ বিচারপতি অরুণ মিশ্র
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy