নিজস্ব চিত্র
যান্ত্রিক ত্রুটির কারণে করোনা আক্রান্তদের নিয়ে নাগপুর থেকে মুম্বইগামী বিমান বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে অবতরণ করে মুম্বই বিমানবন্দরে। সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি নেটমাধ্যমে প্রকাশ্যে এসেছে। যে ভাবে বিমানটি রানওয়ে ছুঁয়েছে, পরিভাষায় একে বলা হয় ‘বেলি ল্যান্ডিং’, অর্থাৎ বিমানের নীচের দিকের অংশ ব্যবহার করে নেমে আসা। ল্যান্ডিং গিয়ার খারাপ থাকায় এই পদ্ধতিতেই এই বিশেষ বিমান নামে বিমানবন্দরে। সেই অবতরণের ভিডিয়ো দেখে চমকে উঠেছেন নেটাগরিকরা।
২ মিনিটের এই ভিডিয়োয় দেখা গিয়েছে, জেট সার্ভ এয়ার অ্যাম্বুল্যান্সটি রাত ৯.০৯ মিনিটে বিমানবন্দরে নেমে আসছে। বিমানে তখন ছিলেন ৩ জন বিমানকর্মী, একজন করোনা আক্রান্ত, তাঁর পরিবারের লোকেরা ও একজন চিকিৎসক। মাটি স্পর্শ করার সময়েই বিমানের নীচের দিকের অংশে ঘর্ষণের ফলে আগুনের ফুলকি দেখা যায়। শোনা যায় তীক্ষ্ণ ধাতব শব্দ। যদিও আগে থেকেই বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার কথা জানতেন বলে রানওয়ে ছিল ফোমে ঢাকা। ছিল বিশেষ দল, মেডিক্যাল টিম। বিমান মাটিতে নেমে আসার পর দ্রুত যাত্রী ও বিমানকর্মীদের বার করে আনেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
CCTV video of the Air ambulance with a patient onboard made an emergency landing at the Mumbai airport last evening after losing a wheel during take-off from Nagpur.#flying #aviation #planes #crashlanding #india #news pic.twitter.com/9xJa0WMXv8
— Sidharth Shukla (@sidhshuk) May 7, 2021
ঘটনায় চালককে বাহবা দিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী। ওড়ার সময়েই বিমানটির একটি চাকায় সমস্যা দেখা দেয়। তার পরই বিমান চালক মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণের আবেদন জানান। চালকের তৎপরতায় শেষ পর্যন্ত প্রাণে বাঁচেন যাত্রীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy