আগরার রাস্তায় পড়ে থাকা দুধ। ছবি টুইটার থেকে নেওয়া।
করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ বেড়েছে ৩ মে পর্যন্ত। লকডাউনের জেরে দিন আনা দিন খাওয়া মানুষের অবস্থা নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। এই আবহেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি হৃদয় বিদারক ভিডিয়ো দেখে নেটাগরিকদের মন বিষণ্ণ। তাঁদের একাংশের মতে, এই ভিডিয়ো তুলে ধরছে ভারতে গরিব মানুষের অবস্থা।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, পাকা রাস্তার উপর পড়ে রয়েছে প্রচুর দুধ। তিন-চারটে রাস্তার কুকুর চেটে খাচ্ছে সেই দুধ। তাদেরই পাশে বসে রাস্তা থেকে সেই পড়ে যাওয়া দুধ তুলছেন এক গরিব ব্যক্তি। হাতে করে তা তুলে একটি মাটির পাত্রে রাখছেন তিনি।
ঘটনাটি সম্প্রতি ঘটেছে উত্তরপ্রদেশের আগরাতে। সেখাকার রামবাগ চৌরাহাতে একটি গোয়ালার বাইক অ্যাক্সিডেন্ট করে পাত্র থেকে দুধ পড়ে যায় মাটিতে। তার পরই ওই ঘটনা ঘটেছে। সে সময় সেখানে উপস্থিত দু’জন ব্যক্তি ঘটনার ভিডিয়ো করেছিলেন। আর তা সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখুন সেই ভিডিয়ো—
In Agra a milkman's bike was caught in a minor accident. What followed later is something that genuinely broke my heart.
— Aaryan Mir (@Sir_aaryan) April 14, 2020
Along with the dogs, this homeless man was trying to scoop up some milk flowing on the street and fill his pot with some milk. pic.twitter.com/lZguWeEGcB
A man collects spilled milk on road in Agra's rambagh area, while a pack of street dogs drink the same beside the man. #coronaupdatesindia pic.twitter.com/xgafv2qMk2
— Arvind Chauhan (@arvindcTOI) April 13, 2020
আরও পড়ন: লকডাউনে ড্রোনে করে পানমশলা সরবরাহ, আটক দুই
আরও পড়ন: শ্রমিক-মজুরের জন্য প্যাকেজ কোথায়, প্রশ্ন বিরোধীদের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy