গানের অনুষ্ঠানে চোয়ার ছোড়াছুড়ি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
উত্তরাখণ্ডের হরিদ্বার। সম্প্রতি সেখানে আয়োজন করা হয়েছিল কাওয়ালির একটি অনুষ্ঠানের। দর্শকরা যাতে বসে গানের অনুষ্ঠান শুনতে পারেন, সে জন্য চেয়ারের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠান শেষ অবধি আর কাওয়ালির মতো শ্রুতিমধুর থাকেনি। এক দল উন্মত্ত দর্শকের জন্য সেখানেই শুরু হয়ে যায় চেয়ার ছুড়ে মারামারি। সেই ঘটনার ভিডিয়োই এখন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
হরিদ্বারের মহল্লা কাইথয়ারে গত ১৯ নভেম্বর ওই গানের অনুষ্ঠান ছিল। সেখানেই বেধে যায় দু’দলের মধ্যে ঝামেলা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনুষ্ঠান মঞ্চের নীচেই এক দল অপর দলের দিকে চেয়ার ছুড়ে মারছে। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ব্যাপারে হরিদ্বারের এসপি কমলেশ উপাধ্যায় বলেছেন, ‘‘দুই দল একে অপরের দিকে চেয়ার ছুড়ছিল। আমরা অভিযুক্তদের চিহ্নিত করেছি। বিষয়টির তদন্ত করা হচ্ছে।’’
#WATCH People hurled chairs at one another at a Qawwali event in Haridwar last night, after a fight broke out reportedly over seating arrangements. No injuries reported. #Uttarakhand pic.twitter.com/OoOSMF2OhQ
— ANI (@ANI) November 19, 2019
আরও পড়ুন: একঘরে করার ফতোয়া থেকে ‘মুক্তি’ দিতে মহিলাকে ধর্ষণ দুই বৃদ্ধের!
আরও পড়ুন: ফুলের বদলে বই চাইলেন বিধায়ক, কেন জানেন?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy