প্রতীকী চিত্র
উত্তরপ্রদেশের গোরক্ষপুর পুলিশের টুইটের সূত্র ধরে উদ্ধার হল দুই কিশোরী। গত ২৮ জুন গোরক্ষপুর থেকেই হারিয়ে যায় দুই কিশোরী। গোরক্ষপুর পুলিশ তাদের ছবি দিয়ে টুইট করে। সেই ছবি আবার রিটুইট করা হয় উত্তরপ্রদেশ পুলিশের অফিসিয়াল হ্যান্ডল থেকে।
প্রদীপ হরি বিলাস বিশ্বকর্মা মুম্বইয়ের কুর্লা টার্মিনাসে গিয়েছিলেন তাঁর মাকে আনতে। তিনি আগেই গোরক্ষপুর পুলিশের টুইটটি দেখেছিলেন। মাকে আনতে গিয়ে দুই কিশোরীকে সেখানে দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে আরপিএফ-কে বিষয়টি জানান প্রদীপ। আরপিএফ আধিকারিকরা দেরি না করে ওই দুই কিরোশীকে নিজেদের অফিসে নিয়ে আসেন। তাঁদের বসিয়ে রেখে, খবর দেওয়া হয় গোরক্ষপুর আরপিএফে। সেখান থেকে গোরক্ষপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করে দুই কিশোরীকে নিয়ে কুর্লা থেকে গোরক্ষপুর পাড়ি দেন আরপিএফ আধিকারিকরা। ২০ ঘণ্টা পর তাদের গোরক্ষপুরে পৌঁছে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, পরিবারে সঙ্গে মনোমালিন্যের কারণে দুই কিশোরী বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উত্তরপ্রদেশ পুলিশের ডিজি ওপি সিংহ জানিয়েছেন, দায়িত্বশীল নাগরিকের কর্তব্য পালনের জন্য প্রদীপ হরি বিলাস বিশ্বকর্মাকে একটি শংসাপত্র দেওয়া হচ্ছে। এমনকি গোরক্ষপুর পুলিশের সোশ্যাল মিডিয়া সেলকেও সংবর্ধনা দেওয়া হবে।
আরও পড়ুন : বৈদ্যুতিন চ্যানেলের সম্পাদকের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস তৃণমূল সাংসদ মহুয়ার
আরও পড়ুন : ‘মাদক খাইয়ে গাড়ির মধ্যে আমাকে ধর্ষণ করে, ছবি তুলে রাখে আদিত্য পাঞ্চোলি’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy