গোবরের তৈরি গণেশ। ছবি: টুইটার থেকে নেওয়া।
পরিবেশবান্ধব গোবর দিয়ে তৈরি হচ্ছে দেবতার মূর্তি। দীপাবলিতে মিলবে পরিবেশবান্ধব প্রদীপও। পঞ্জাবের এক স্বেচ্ছাসেবী সংস্থা দেবদেবীর এমন মূর্তি, প্রদীপ বানাচ্ছে যা থেকে দূষণ তো ছড়াবেই না, উল্টে তা ব্যবহারের পরে মাটিতে সারের কাজ করবে। সংস্থার বক্তব্য, তাঁদের এই গোবরে তৈরি মূর্তি বা সামগ্রী কিনতে কোনও পয়সাও লাগবে না। বিনামূল্যেই মিলবে। আর কেউ যদি বিনিময়ে একান্তই কিছু দিতে চান তবে দিতে হবে গোরুর খাবার।
পঞ্জাবের স্বেচ্ছাসেবী সংস্থা গৌরী শঙ্কর সেবা দলের ডিরেক্টর রমেশ শর্মা জানিয়েছেন, সংস্থার দু’টি কেন্দ্র রয়েছে মোহালি এবং চণ্ডীগড়ে। দুই কেন্দ্রেই কয়েকশো গরু রয়েছে। ফলে গোবরের অভাব নেই। সেই গোবর কী কাজে লাগানো যায় তা নিয়ে চিন্তা ভাবনার সময়ই এটা মাথায় আসে। হিন্দু ধর্ম বিশ্বাসে গোবরকে খুবই পবিত্র মানা হয়। সেই পবিত্র উপকরণ দিয়ে গণেশ মূর্তি আর দীপাবলির জন্য প্রদীপ বানানো হলে তা জনপ্রিয় হতে পারে ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন উদ্যোগের খবর এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: গোদাবরীর চৌকিদার, নদী বাঁচানোর ‘একলা’ লড়াইকে কুর্নিশ নেটাগরিকদের
আরও পড়ুন: বৃদ্ধের চোখে ২০টি জ্যান্ত কৃমি, অবাক চিকিৎসকরাও
রমেশের দাবি, অন্যান্য যে সব উপকরণ দিয়ে মূর্তি বা প্রদীপ তৈরি করা হয় সেগুলি সহজে নষ্ট হতে চায় না। ফলে পরিবেশ দূষণের আশঙ্কা থেকে যায়। কিন্তু তাঁদের এই গোবরের তৈরি মূর্তি আর প্রদীপ ব্যবহারের পর ফেলে দিলে তা দূষণ তো ছড়াবেই না উল্টে মাটিতে জৈব সার হিসেবে কাজ করবে।
We have 1000 cows each in our cowsheds in Chandigarh & Mohali. We decided to utilise the cow dung & used to make sticks & flower pots. We don't intend to sell these idols. People come to us & take them. If they want to pay we ask them to feed cows with the amount: Ramesh Sharma https://t.co/XF0anOG3Z0
— ANI (@ANI) November 1, 2020
এই সংস্থা গোবর থেকে মূর্তি, প্রদীপ ছাড়াও ফুলদানির মতো নানা কাজের জিনিস তৈরি করে। যেগুলি একই ভাবে পরে মাটিতে মিশে যেতে পারে। আর দীপাবলির আগে এই সব সামগ্রী তাঁরা অর্থের বিনিময়ে বিক্রি করছেন না। যাঁরা এগুলি নিতে চান বিনা পয়সাতেই নিয়ে যেতে পারেন। কেউ একান্তই কিছু দিতে চাইলে সংস্থার গোয়ালে থাকা গরুর জন্য খাবার দান করতে পারেন বলে জানিয়েছেন রমেশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy