বিধায়কে মারধর করলেন খোদ দলের কর্মীরাই। ছবি: টুইটার
দিল্লিতে আম আদমি পার্টির বিধায়কে মারধর করলেন খোদ দলের কর্মীরাই। প্রাণ বাঁচাতে দলীয় কার্যালয় থেকে ছুটে পালালেন বিধায়ক। সেই ভিডিয়ো ভাইরালও হল সমাজমাধ্যমে। যা দেখিয়ে বিরোধীদের দাবি, শাসকদলের দুর্নীতি মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছে গিয়েছে। ফলে নিজের দলের কর্মীদের কাছেই মার খেতে হচ্ছে নেতাকে।
সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োটির সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, দলীয় কার্যালয়ে কর্মীদের মাঝে বসে ছিলেন আপ নেতা তথা মাটিয়ালা কেন্দ্রের বিধায়ক গুলাব সিংহ যাদব। তাঁকে ঘিরে কার্যালয়ে উপস্থিত ছিলেন আরও অনেকে। কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল।
কর্মীদের বচসার ক্রমেই পারদ চড়তে থাকে। এক সময় দেখা যায় বিধায়কের দিকে তেড়ে আসছেন কর্মীদের একাংশ। তিনি চেয়ার ছেড়ে উঠে পড়েন। বেগতিক বুঝে কার্যালয় থেকে বেরিয়ে যান। তাঁর পিছনে ধাওয়া করেন অন্যরা। কেউ কেউ মারমুখী কর্মীদের থেকে বিধায়ককে আড়াল করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যে বেশ কয়েক বার মার খান গুলাব। এক সময় তিনি ছুটতে শুরু করেন।
Unprecedented scenes from the party that indulged in the theatrical drama of ‘honest politics’.
— Sambit Patra (@sambitswaraj) November 21, 2022
Such is AAP’s corruption that even their members are not sparing their MLAs!
A similar outcome awaits them in upcoming MCD polls. pic.twitter.com/ig9rKuKl82
এই ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশের পরেই রাতারাতি ভাইরাল। বিজেপি নেতা সম্বিত পাত্র ভিডিয়োটি টুইট করে লিখেছেন, ‘‘একটি দলের ‘সৎ রাজনীতি’র নাটকের কিছু দৃশ্য। আপের দুর্নীতি এমনই যে, দলের কর্মীরাই বিধায়কের উপর ক্ষেপে গিয়েছেন। সামনের ভোটে তিনি আপের অবস্থাও এমন হতে চলেছে।’’
সূত্রের খবর, আসন্ন পুরসভা নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে আপের মধ্যে গোষ্ঠীকোন্দল শুরু হয়েছে। গুলাবকেও সেই কারণেই কর্মীদের রোষের মুখে পড়তে হয়েছে।
এ দিকে বিজেপির দাবি উড়িয়ে দিয়ে গুলাব বলেছেন, বিজেপির লোকজন দলীয় কার্যালয়ে গিয়ে তাঁর উপর হামলা করেছেন।
এ বিষয়ে তিনি থানায় অভিযোগও দায়ের করেছেন। দাবি, আক্রমণকারীদের বাঁচাতে থানায় বিজেপি কর্মী সমর্থকরা গিয়েছিলেন। তাঁর উপর হামলা যে বিজেপির চক্রান্ত, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ।
भाजपा बौखला गई है भाजपा टिकिट बेचने के बेबुनियादी आरोप लगवा रही है अभी में छावला थाने में हूं मैंने देखा भाजपा का निगम पार्षद व इस वार्ड से भाजपा का उम्मीदवार उन लोगो को बचाने थाने में मौजूद है इससे बड़ा सबूत और क्या होगा।
— Gulab Singh yadav (@GulabMatiala) November 21, 2022
मीडिया यहां मौजूद है भाजपाई से जरूर पूछे। pic.twitter.com/jGXrc5P20F
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy