এসপি নেতার ভাইরাল ভিডিয়োর স্ক্রিনশট। ছবি: সোশ্যাল মিডিয়া
ভরা সভায় রীতিমতো হুমকি দিচ্ছেন এক নেতা। বলছেন, ‘‘ক্ষমতায় আমরাই আসছি। ভগবানের নামে শপথ করছি, তখন এক জনও পার পাবে না।’’ ভোটমুখী উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি (এসপি)-র প্রার্থী আদিল চৌধুরির এই ভিডিয়ো এখন ভাইরাল। বিজেপি-র অভিযোগ, ওই এসপি নেতা আদতে হিন্দুদের হুমকি দিচ্ছেন।
ভিডিয়ো ক্লিপে আদিলকে বলতে শোনা গিয়েছে, ‘‘চিন্তা করবেন না। আমরাই সরকার তৈরি করব। ভগবানের নামে শপথ করে বলছি এক জনও ছাড় পাবে না। যে ভাবে আমাদের ওপর অত্যাচার করেছে, তার প্রতিশোধ নেবই। এর পর এমন কাজ করার আগে ওরা ১০০ বার ভাববে।’’
मेरठ दक्षिण से सपा उम्मीदवार आदिल चौधरी ने हिंदुओं को दी धमकी, कहा “हमारी सरकार आई तो छोड़ेंगे नहीं... चुनचुन कर बदला लिया जाएगा"
— Amit Malviya (@amitmalviya) January 25, 2022
क्या अखिलेश ने नाहिद हसन, आदिल चौधरी जैसे हिंदू विरोधी गुंडो को ही टिकट दिया है? pic.twitter.com/37odJVVCRa
আদিল কারও নাম না করলেও এই ভিডিয়োকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যের অভিযোগ, আদিল আসলে হিন্দুদের হুঁশিয়ারি দিচ্ছেন। পাশাপাশি এসপি প্রধান অখিলেশ যাদবকে কটাক্ষ করে তিনি টুইটারে লেখেন, ‘নহিদ হোসেন ও আদিল চৌধুরির মতো হিন্দুবিরোধী গুন্ডারা এসপি-র প্রার্থী!’
আদিল অবশ্য ভাইরাল ওই ভিডিয়োর সত্যতা স্বীকার করেননি। তাঁর দাবি, বিজেপি বিকৃত করেছে তাঁর বক্তব্য। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy