দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস এবং লরি। ছবি টুইটার থেকে নেওয়া।
এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৮ জন শ্রমিকের। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে বারাবঁকীতে অযোধ্যা-লখনউ জাতীয় সড়কে। জানা গিয়েছে, রাম সানেহি ঘাট থানার অদূরে দুরন্ত গতিতে ছুটে আসা একটি লরি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসে। সেই বাসের সামনেই ফুটপাতে ঘুমাচ্ছিলেন ওই শ্রমিকরা। লরির ধাক্কায় বাস গিয়ে পড়ে তাঁদের উপর। এর জেরেই ওই শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যোগীরাজ্যের পুলিশ। ঘটনায় আহত হয়েছেন ২৪ জনেরও বেশি শ্রমিকের।
পুলিশ জানিয়েছে, ওই বাস হরিয়ানার পালওয়াল থেকে বিহার আসছিল। প্রায় ১৪০ জন শ্রমিক ছিলেন সেই বাসে। লখনউ ঢোকার ২৮ কিলোমিটার আগে জাতীয় সড়কে খারাপ হয়ে যায় বাসের যন্ত্রাংশ। তা ঠিক করার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বাসটি। বাসে আসা কিছু শ্রমিক বাসের সামনে রাস্তার ধারে ঘুমোচ্ছিলেন। সে সময়ই ঘটে এই ভয়ানক দুর্ঘটনা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদের দেহ উদ্ধারের পাশাপাশি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনা নিয়ে অতিরিক্ত ডিরেক্টর জেনারাল এসএন সাবাত বলেছেন, ‘‘মঙ্গলবার রাতে বারাবঁকীতে এক পথ দুর্ঘটনায় বিহারের ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা দ্বারভাঙা, সীতামারি-সহ বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘটনায় আহত হয়েছে দু’ডজনেরও বেশি। তাঁদের চিকিৎসা চলছে।’’
अपर पुलिस महानिदेशक, जोन लखनऊ @sn_sabat द्वारा जनपद बाराबंकी के थाना रामसनेहीघाट क्षेत्रान्तर्गत लखनऊ- अयोध्या राजमार्ग पर सड़क दुर्घटना के घटनास्थल एवं घायलों के उपचार हेतु जिला अस्पताल का भ्रमण किया गया सम्बन्धित को आवश्यक विधिक कार्यवाही हेतु निर्देशित किया गया। @Uppolice pic.twitter.com/sB3QWuijRx
— ADG Zone Lucknow (@adgzonelucknow) July 28, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy