Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Yogi Adityantah

Ram Mandir: ‘সাফল্য ৫০০ বছরের লড়াইয়ের’, রামমন্দিরের গর্ভগৃহের ভিত্তি স্থাপন করে বললেন যোগী

২০২০-র অগস্টে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আয়োজিত রামমন্দিরের শিলান্যাস কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অযোধ্যায় রামমন্দির নির্মাণস্থলে যোগী।

অযোধ্যায় রামমন্দির নির্মাণস্থলে যোগী। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
অযোধ্যা শেষ আপডেট: ০১ জুন ২০২২ ১৬:১৫
Share: Save:

অযোধ্যায় নির্মীয়মাণ রামমন্দিরের গর্ভগৃহে প্রথম পাথরটি গাঁথলেন যোগী আদিত্যনাথ। বুধবার রাম জন্মভূমিতে ‘শিলা পূজন’ অনুষ্ঠানে গর্ভগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর যোগী বলেন, ‘‘৫০০ বছরের সংগ্রাম সফল হয়েছে। শীঘ্রই অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ শেষ হবে।’’ রামমন্দির আন্দোলনে বিশ্ব হিন্দু পরিষদের প্রয়াত নেতা অশোক সিঙ্ঘলের ভূমিকার কথাও স্মরণ করেন যোগী। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য এবং শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পদাধিকারিরা উপস্থিত ছিলেন বুধবারের অনুষ্ঠানে।

২০২০-র অগস্টে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আয়োজিত রামমন্দিরের শিলান্যাস কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরের ভূমিপূজন করে ৪০ কিলোগ্রাম ওজনের ইট গেঁথে মন্দিরের শিলান্যাস করেছিলেন তিনি। ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই রামমন্দিরের ভিত তৈরির কাজ শেষ হয়েছে।

অন্য বিষয়গুলি:

Yogi Adityantah Ram Mandir Ayodhya Case Ayodhya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE