কাঠের পুতুলের সঙ্গে যুবকের বিয়ে। ছবি টুইটার থেকে নেওয়া।
বাবার ইচ্ছা ছোট ছেলের বিয়ে দেখবেন। কিন্তু ছেলের জন্য পাত্রী আর মেলে না। তাই কাঠের প্রতিকৃতিকে কনে সাজিয়ে বিয়ে দেওয়া হল ওই যুবকের সঙ্গে। প্রথা মেনে অনুষ্ঠান করেই হয়েছে সে বিয়ে হয়েছে বুধবার। এই বিয়ের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছে ঘুরপুরে।
তাঁর ছেলে কাঠের পুতুলের মতোই ‘অকাজের’। তাই এই বিয়ে একে বারে যথার্থ বলে মনে করেন ৯০ বছরের শিব মোহন। ছেলের বিয়ে নিয়ে তিনি এক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘আমার ন’টি ছেলে রয়েছে। তাঁদের আটজনের বিয়ে হয়ে গিয়েছে। আমার ছোট ছেলের কোনও সম্পত্তি নেই। তাঁর বুদ্ধিও খুব কম। তাই পুতুলের সঙ্গেই আমি তাঁর বিয়ে দিয়েছি।’’
সংবাদ সংস্থার খবর অনুসারে, সেই বিয়েতে উপস্থিত ছিলেন আত্মীয়স্বজনরাও। কাঠের ‘কনে’কে পরানো হয়েছিল লাল শাড়ি। ফুল দিয়ে সাজানো হয়েছিল সেটিকে। স্থানীয় পুরোহিত মন্ত্র পড়ে যুবকের সঙ্গে বিয়ে দিয়েছেন কাঠের প্রতিকৃতির। মালাবদল ও সাত পাক ঘোরা-র মতো সমস্ত প্রথাই হয়েছে সেই বিয়েতে।
Prayagraj: A man was married to an effigy in Ghurpur as per his father's wish. Father of the bridegroom says, "I have 9 sons of which 8 were married. My 9th son has no property and is not intelligent, so I got him married to an effigy. (18.06.2020) pic.twitter.com/FiONuWdAQO
— ANI UP (@ANINewsUP) June 18, 2020
জানা গিয়েছে, শিব মোহন তাঁর সন্তানদের বলেছিলেন তাঁর মৃত্যুর আগে বিয়ে করতে হবে সকলকে। সেই ইচ্ছাপূরণেই কাঠের পুতুলের সঙ্গে বিয়ে করতে রাজি করানো হয়েছিল ওই যুবককে। তাঁকে বোঝানো হয়েছে, এই ঘটনা খুব স্বাভাবিক।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ হাজার ৫৮৬, দু’লক্ষ ছাড়াল সুস্থ হওয়ার সংখ্যাও
আরও পড়ুন: সীমান্তে কেন ভারতীয় সেনার ‘মাউন্টেন স্ট্রাইক কোর’ হল না, উঠছে প্রশ্ন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy