মমতা বন্দ্যোপাধ্য়ায়— ফাইল চিত্র।
টুইটারে তাঁর হ্যাশট্যাগ, ‘বিজেপি কিল্ড ডেমোক্র্যাসি’। কৃষি বিল নিয়ে রাজ্যসভায় অশান্তির জেরে আট সাংসদের সাসপেনশনের পরে নরেন্দ্র মোদী সরকারকে এ ভাবেই নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার মমতা টুইটারে লেখেন, ‘‘কৃষকদের স্বার্থরক্ষার লড়াই করতে গিয়ে আট সাংসদের সাসপেন্ড হওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক এবং এই সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন। এরা গণতান্ত্রিক বিধি এবং নীতিকে সম্মান করে না। আমরা এই ফ্যাসিবাদী সরকারের সামনে মাথা নত করব না। সংসদে এবং রাস্তায় নেমে লড়াই চালিয়ে যাব।’’
রবিবার রাজ্যসভায় কৃষি বিল পেশের পরে হাঙ্গামা করার অভিযোগে সেমবার সকালে আট সাংসদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা ঘোষণা করেন সভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের পাশাপাশি দলের অন্যতম সাংসদ দোলা সেনের নাম রয়েছে এই তালিকায়।
Suspension of the 8 MPs who fought to protect farmers interests is unfortunate & reflective of this autocratic Govt’s mindset that doesn’t respect democratic norms & principles. We won't bow down & we'll fight this fascist Govt in Parliament & on the streets.#BJPKilledDemocracy
— Mamata Banerjee (@MamataOfficial) September 21, 2020
যদিও এ দিন বেঙ্কাইয়ার নির্দেশ উপেক্ষা করেই অধিবেশন কক্ষে ঢুকেছেন ডেরেক ও দোলা। এমনকি, অধিবেশন কক্ষ থেকে বেরোতেও রাজি হননি তাঁরা। পরে তাঁরা সংসদের বাইরে ধর্নায় বসেন। কৃষি বিল বাতিল করার দাবিতে স্লোগানও দেন।
আরও পড়ুন: সর্বজ্ঞ ৫৬ ইঞ্চির সীমাহীন অহং, মোদীকে কৃষি-খোঁচা রাহুলের
আরও পড়ুন: আজও উত্তপ্ত রাজ্যসভা, বেরোতে নারাজ সাসপেন্ড হওয়া ডেরেক-দোলারা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy