Advertisement
২৮ ডিসেম্বর ২০২৪
Santosh Yadav

সঙ্ঘের অনুষ্ঠানে প্রথম কোনও নারী মুখ্য অতিথি

এ বছর ৫ অক্টোবর সঙ্ঘ পরিবারের সদর দফতর নাগপুরে হওয়া বিজয়া দশমীর উৎসবে মুখ্য অতিথি হিসাবে উপস্থতি থাকছেন দু’বার এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী সন্তোষ যাদব।

দু’বার এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী সন্তোষ যাদব।

দু’বার এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী সন্তোষ যাদব। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ০৭:২৩
Share: Save:

পরিবর্তনের হাওয়া এ বার সঙ্ঘ পরিবারেও। এ বছর ৫ অক্টোবর সঙ্ঘ পরিবারের সদর দফতর নাগপুরে হওয়া বিজয়া দশমীর উৎসবে মুখ্য অতিথি হিসাবে উপস্থতি থাকছেন দু’বার এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী সন্তোষ যাদব। সঙ্ঘের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা বিজয়া দশমীর অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। রাজনীতির অনেকে মনে করছেন, গত কয়েক বছরে প্রণব মুখোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তি, শিল্পপতি রতন টাটা, রাহুল বজাজ, শিব নাদার, নোবেল পুরস্কার পাওয়া কৈলাশ সত্যার্থীর মতো বিশিষ্টদের আমন্ত্রণ করে সমাজের বিভিন্ন স্তরে নিজেদের জনভিত্তি গড়ার লক্ষ্য নিয়েছে সঙ্ঘ। এ বার মহিলাদের আরও বেশি করে সঙ্ঘে অন্তর্ভুক্তির অনুপ্রেরণা দিতেই সন্তোষ যাদবকে বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

পুরুষ-শাসিত সংগঠন হিসাবে সঙ্ঘ পরিবারের পরিচিত থাকলেও, ১৯৩৬ সালে ওয়ার্ধা-তে লক্ষ্মীবাই কেলকারের নেতৃত্বে সঙ্ঘ পরিবারের ছাতার তলায় মহিলাদের নিয়ে প্রথম রাষ্ট্র সেবিকা সমিত গঠন হয়েছিল, যাদের গঠনতন্ত্র অনেকটাই ছিল সঙ্ঘ পরিবারের ধাঁচে। যদিয়ো দীর্ঘ দিন ধরেই ওই সঙ্ঘের পুরুষ সদস্যের পরিবারের নারীরাই মূলত মহিলা শাখার সদস্য হতেন। সাম্প্রতিক সময়ে হিন্দু ভোট ব্যাঙ্কের পরিধি বৃদ্ধি করতে সঙ্ঘের মহিলা শক্তি বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়। সাংগঠনিক বিস্তারের লক্ষ্যে গত বছর দেশের বিভিন্ন প্রান্তে মহিলা সম্মেলন করার পাশাপাশি গত ডিসেম্বর মাসে বারাণসীতে মাতৃশক্তি কুম্ভ বলে একটি সম্মেলনের আয়োজন করা হয়। যাতে অংশ নেন প্রায় দশ হাজার মহিলা।

এ বারে পরবর্তী ধাপে সন্তোষ যাদবকে মুখ্য অতিথি করার সিদ্ধান্ত নেয় সঙ্ঘ। আজ সঙ্ঘের পক্ষে টুইট করে জানানো হয়, আগামী ৫ অক্টোবর বার্ষিক বিজয়া দশমীর উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট পর্বতারোহী সন্তোষ যাদব। উপস্থিতি থাকবেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। সঙ্ঘ পরিবারের সদস্যদের কাছে দশমীর অনুষ্ঠানের বাড়তি গুরুত্ব রয়েছে। ওই দিন নাগপুরের অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তৃতা দেন সঙ্ঘ প্রধান। মূলত ওই বক্তব্যের মাধ্যমে দলীয় কর্মীদের ভবিষ্যৎ দিশা-নির্দেশ দিয়ে থাকেন সঙ্ঘ প্রধান। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এক জন মহিলার উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেকের মতে, দেশের মহিলাদের সঙ্ঘে আসায় উৎসাহ দিতেই বিজয়া দশমীর অনুষ্ঠানে সন্তোষ যাদবকে আমন্ত্রণ জানিয়েছে দল।

অন্য বিষয়গুলি:

Santosh Yadav RSS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy