আবার ছত্তীসগঢ়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। পুলিশ জানিয়েছে, বস্তার ডিভিশনের সুকমা জেলায় শনিবার গুলির লড়াইয়ে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
সুকমার পুলিশ সুপার কিরণ চহ্বাণ বলেছেন, কিস্তারাম থানা এলাকার পাহাড় ও জঙ্গলঘেরা এলাকায় শনিবার সকালে যৌথবাহিনী টহলদারিতে গিয়েছিল। সে সময় গুলির লড়াই শুরু হয়। কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের কোবরা কমান্ডো এবং ছত্তীসগঢ় পুলিশের ‘ডিসট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’-এর যৌথবাহিনীর প্রত্যাঘাতে মৃত্যু হয় নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপল্স লিবারেশন গেরিলা আর্মি)-র দুই সদস্যের।
আরও পড়ুন:
সুকমার ওই এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত বাহিনী এনে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার। গত ১৯ জানুয়ারি থেকে ছত্তীসগঢ়, মহারাষ্ট্র, ওড়িশা আন্তঃরাজ্য অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। ইতিমধ্যেই সংঘর্ষে শতাধিক মাওবাদীর মৃত্যু হয়েছে ওই তিন রাজ্যে। নিহতদের তালিকায় রয়েছেন মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম ওরফে চলপতি।