শুক্রবার রাতে তাঁর সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বাদানুবাদ এবং খনিজ চুক্তি নিয়ে নিষ্ফল আলোচনার সাক্ষী গোটা বিশ্ব। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, বৈঠক ‘অর্থবহ’ হয়েছে!
সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘‘আজ হোয়াইট হাউসে আমাদের একটি অত্যন্ত অর্থবহ বৈঠক হয়েছে। এমন অনেক কিছু শিখেছি, যা এমন আগুন এবং চাপের মধ্যে আলোচনা ছাড়া সম্ভব হত না। আবেগের মাধ্যমে যা বেরিয়ে এসেছে তা আশ্চর্যজনক।’’ এর পরেই ইউক্রেনকে নিশানা করে ট্রাম্পের মন্তব্য, ‘‘আমি বুঝেছি, আমেরিকার কোনও ভূমিকা থাকলে প্রেসিডেন্ট জ়েলেনস্কি শান্তিপ্রক্রিয়ায় শামিল হবেন না। কারণ, তিনি মনে করেন, আমাদের ভূমিকা তাঁকে আলোচনায় একটি বড় সুবিধা দেবে। আমি সুবিধা দিতে চাই না, শান্তি চাই।’’
আরও পড়ুন:
হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের পরে কার্যত বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন জ়েলেনস্কি। এ ক্ষেত্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ওভাল অফিসে বসে আমেরিকাকে অসম্মান করেছেন বলে জানিয়ে ট্রাম্প লিখেছেন, ‘‘শান্তির জন্য সম্মত হলে তিনি (জ়েলেনস্কি) ফিরে আসতেই পারেন।’’ ঘটনাচক্রে, ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে বাদানুবাদের পরে জ়েলেনস্কি জানিয়েছিলেন, এর পরেও তাঁদের মধ্যে সম্পর্ক জোড়া দেওয়া সম্ভব। সেই পথ খোলা রাখলেন ট্রাম্পও।