তুষার মেহতা। —ফাইল চিত্র।
সলিসিটর জেনারেল পদে আরও তিন বছর মেয়াদ বৃদ্ধি হল তুষার মেহতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের বাসিন্দা ২০১৮ সালে সংশ্লিষ্ট পদে নিযুক্ত হন। সম্প্রতি তাঁর সঙ্গেই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে অতিরিক্ত সলিসিটর জেনারেল বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায়, কেএম নটরাজ, বলবীর সিংহ, এসভি রাজু, এন ভেঙ্কটরমন এবং ঐশ্বর্য ভারতীর।
শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সলিসিটর এবং অতিরিক্ত সলিসিটর জেনারেলদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।
গুজরাতের বাসিন্দা তুষারের পড়াশোনা ওই রাজ্যেই। গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি লাভ করেন তিনি। এ ছাড়া ডক্টরেট সম্মানও পান অন্য দুটি বিশ্ববিদ্যালয় থেকে।
১৯৮৭ সালে আইনের পেশায় যুক্ত হন তিনি। ২০০৭ সালে ৪২ বছর বয়সে গুজরাত হাই কোর্টের সিনিয়র আইনজীবী হন তিনি। এর পর ২০১৪ সালে অতিরিক্ত সলিসিটর জেনারেল হন তিনি। ২০১৮ সালে সলিসিটর জেনারেল পদে নিয়োগ করা হয় তুষারকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy