মুখোমুখি সংঘর্ষ স্কুলবাস ও ট্রাকের। মঙ্গলবার সকালে বিহারের ছাপরা জেলায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় গুরুতর জখম বহু খুদে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ বিহারের রাজধানী পটনা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ছাপরা জেলার অনন্তপুর গ্রামে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সে সময় একটি বেসরকারি স্কুলের বাস এক খুদে পড়ুয়ার জন্য অনন্তপুরের কাছে অপেক্ষা করছিল। তখনই সামনে থেকে একটি দ্রুতগামী ট্রাক এসে বাসটিকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে দুমড়েমুচড়ে যায় বাসের একাংশ। সে সময় ওই বাসে বেশ কয়েক জন খুদে পড়ুয়া ছিল। তারাও গুরুতর আহত হয়।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে ডিএভি স্কুলের ওই বাসটি এক শিশুকে তোলার জন্য দাঁড়়িয়েছিল। আচমকা সামনে থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক বাসটিতে ধাক্কা মারে। পড়ুয়াদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। সঙ্গে আরও অন্তত ১০-১২ জন পড়ুয়া গুরুতর আহত হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়েরাই আহত শিশুদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাদের ছাপরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক অর্জুন কুমারের অধীনে আহত শিশুদের প্রাথমিক চিকিৎসা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত শিশুদের মধ্যে গোলু কুমারের অবস্থা আশঙ্কাজনক। তাকে পটনার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়েছে।