আর্থিক প্রতারণা মামলায় এখনই এফআইআর দায়ের করা যাবে না শেয়ার বাজার নিয়ামক সংস্থা ‘সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ (সেবি)-র প্রাক্তন প্রধান মাধবী পুরী বুচের বিরুদ্ধে। মঙ্গলবার নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়ে এমনটাই জানাল বম্বে হাই কোর্ট।
শেয়ার বাজারে প্রতারণা এবং নিয়মভঙ্গের অভিযোগে মাধবী-সহ আরও পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল মুম্বইয়ের বিশেষ দুর্নীতি বিরোধী নিম্ন আদালত। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় বম্বে হাই কোর্টে। মঙ্গলবার বম্বে হাই কোর্টে ওই মামলার শুনানি ছিল। সেখানেই বিচারপতি শিবকুমার দিগে বলেন, ‘‘নিম্ন আদালতের নির্দেশের প্রেক্ষিতে এখনই কোনও পদক্ষেপ করা যাবে না। মামলাকারী স্বপন শ্রীবাস্তবকে আবেদনের পাল্টা হলফনামা দাখিল করার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হবে।’’ পরবর্তী শুনানি পর্যন্ত ওই ঘটনায় এফআইআর করা যাবে না। অর্থাৎ আপাতত চার সপ্তাহের জন্য রক্ষাকবচ পেলেন মাধবী।
আরও পড়ুন:
মাধবী ছাড়াও সেবি-র তিন গুরুত্বপূর্ণ পদাধিকারী অশ্বিনী ভাটিয়া, অনন্ত নারায়ণ এবং কমলেশ চন্দ্র বর্ষনির আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। একই মর্মে আবেদন করেছিলেন বম্বে স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর তথা প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দররমন রামমূর্তি এবং বিএসইর প্রাক্তন চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল। সোমবার হাই কোর্টে বিচারপতি দিগের একক বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলাটির শুনানির জন্য আবেদন করেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং আইনজীবী অমিত দেশাই। তাঁরা সেবি এবং বম্বে স্টক এক্সচেঞ্জের তরফের আইনজীবী ছিলেন। দুই আইনজীবী হাই কোর্টে জানান, নিম্ন আদালত অভিযুক্ত কোনও পক্ষকে কোন রকম নোটিস পাঠায়নি। অথচ এফআইআর রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই ওই নির্দেশ আইনত সঠিক নয় বলে দাবি করেন তাঁরা। মঙ্গলবার ওই মামলার শুনানিতেই বিচারপতির নির্দেশ, নিম্ন আদালতের রায়ের প্রেক্ষিতে এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না মুম্বইয়ের দুর্নীতি বিরোধী ব্যুরো।