Advertisement
২২ জানুয়ারি ২০২৫
News Of The Day

হরিয়ানা, জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের গণনা। সাত জুনিয়র ডাক্তারের আমরণ অনশন… আর কী কী নজরে

প্রায় সব ক’টি বুথফেরত সমীক্ষার ইঙ্গিত, হরিয়ানায় এক দশকের বিজেপি সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করবে কংগ্রেস। অন্য দিকে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ০৬:৫৩
Share: Save:

আজ হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের গণনা। ঘটনাচক্রে, দুই বিধানসভাতেই নির্বাচিত বিধায়ক সংখ্যা হবে ৯০। সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ৪৬। তবে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল সরকার গঠনের আগেই পাঁচ অনির্বাচিত বিধায়ককে মনোনীত করলে ওই কেন্দ্রশাসিত অঞ্চলে তা বেড়ে দাঁড়াবে ৪৯।

বিজেপি-‘ইন্ডিয়া’র লড়াই, হরিয়ানা, জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের গণনা

প্রায় সব ক’টি বুথফেরত সমীক্ষার ইঙ্গিত, হরিয়ানায় এক দশকের বিজেপি সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করবে কংগ্রেস। অন্য দিকে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে। বিজেপিকে পিছনে ফেলে এর নম্বরে থাকতে পারে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট। যদিও ভারতে ভোটের ইতিহাস বলছে, আসল ফলের সঙ্গে বুথফেরত সমীক্ষা অনেক সময়েই মেলে না। তবে ফলাফল মিলে যাওয়ার উদাহরণও কম নয়।

সাত জুনিয়র ডাক্তারের আমরণ অনশন, মিছিল কলকাতায়

সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেছে ‘জুনিয়র ডক্টর্স’ ফ্রন্ট। আজ সকাল ৯টা থেকে প্রতীকী অনশনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। ১২ ঘণ্টা অনশন করবেন তাঁরা। তাঁদের এই অনশনে যোগ দেবেন সিনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। এ ছাড়াও একটি ‘মহামিছিল’-এরও ঘোযণা করেছেন জুনিয়র ডাক্তারেরা। আজ বিকেল সাড়ে ৪টের সময় কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত মিছিল হবে। সাধারণ নাগরিক থেকে সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

পুজোর পঞ্চমীতে কেমন ভিড় জমবে কলকাতায়

চতুর্থীর সন্ধ্যায় সোমবার সপ্তমীর জনস্রোত দেখা গিয়েছিল কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডবে। ভিড় উপচে পড়েছিল দক্ষিণের সুরুচি সঙ্ঘ, চেতলা অগ্রণী, ত্রিধারা, একডালিয়া পার্ক, যোধপুর পার্ক, দেশপ্রিয় পার্ক, বাবুবাগান— প্রায় সর্বত্রই। আজ মহাপঞ্চমীতে সেই ভিড় আরও বাড়বে মনে করা হচ্ছে। ভি়ড় হতে পারে উত্তরের বাগবাজার, আহিরীটোলা, হাতিবাগানের পুজোয়।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের ‘রাজনৈতিক প্রবন্ধগুচ্ছ’ প্রকাশ

আজ বিকেল ৩টে নাগাদ সিপিএমের রাজ্য দফতর মুজফ্‌ফর আহমেদ ভবনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য লিখিত ‘রাজনৈতিক প্রবন্ধগুচ্ছ’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ হবে। ওই প্রকাশানুষ্ঠানে উপস্থিত থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

পুজোয় কি রোজ বৃষ্টি? কেমন থাকবে রাজ্যের আবহাওয়া

পুজোয় রাজ্যবাসীকে ভোগাতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত সে কথাই বলছে। তবে স্বস্তির বিষয়, ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। জেলার সব জায়গায় বৃষ্টিও হবে না। হাওয়া অফিস জানিয়েছে, ১০ অক্টোবর, সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ এবং বুধবার সব জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার, সপ্তমীতে দার্জিলিং, কালিম্পঙের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই দিন উত্তরের বাকি ছয় জেলার দু’-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর ক’টা দিন, রোজই কলকাতার কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্য বিষয়গুলি:

News of the Day Haryana Assembly Election 2024 Jammu and Kashmir Assembly Election 2024 Junior Doctors Strike Durga Puja 2024 Monsoon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy