মোদীর সঙ্গে বন্ডের তুলনা ডেরেকের। ছবি: ফেসবুক থেকে নেওয়া।
বিজেপি-র দাবি, তিনিই ‘বিশ্বের জনপ্রিয়তম নেতা’। সেই নরেন্দ্র মোদীকে এ বার বিশ্বের জনপ্রিয়তম গুপ্তচর চরিত্র জেমস বন্ডের সঙ্গে তুলনা করল তৃণমূল।
রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েন মঙ্গলবার নেটমাধ্যমে পোস্ট করেছেন ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই-৬-এর ০০৭ নম্বর সদস্য বন্ডের সাজে মোদীর একটি মিম। তাতে লেখা, ‘ওরা আমাকে ০০৭ বলে। ০ উন্নয়ন, ০ আর্থিক বৃদ্ধি, ৭ বছরের আর্থিক ব্যবস্থাপনা।’
নেটমাধ্যমে ওই পোস্টে ডেরেকের বার্তা, মোদীর সাত বছরের প্রধানমন্ত্রিত্বে উন্নয়ন ও আর্থিক বৃদ্ধির নিরিখে দেশবাসীর প্রাপ্তির ঝুলি শূন্য। পাশাপাশি, সাদা-কালো ওই মিমের মাধ্যমে তৃণমূল নেতা ‘ইঙ্গিতপূর্ণ ভাবে’ সাহিত্যিক ইয়ান ফ্লেমিংয়ের গল্পের খুনের লাইসেন্সধারী ব্রিটিশ চরের সঙ্গে মোদীর তুলনা টেনেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। যদিও দু’দশক আগের গুজরাত হিংসা থেকে সাম্প্রতিক লখিমপুর খেরির কৃষক হত্যা পর্যন্ত কোনও প্রসঙ্গেরই উল্লেখ করেননি ডেরেক। বিজেপি-র তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy