Advertisement
০২ নভেম্বর ২০২৪
Assam

মেয়াদ বাড়বে না ২১০ জন ফরেনার্স ট্রাইবুনাল সদস্যের

এনআরসির তালিকাছুট ১৯,০৬,৬৫৭ জন আবেদনকারীর নাম বাদ পড়ার কারণ জানিয়ে পাঠানো রিজেকশন লেটার দেওয়ার কাজ এখনও শুরুই হয়নি। তার মধ্যেই বর্তমান এনআরসি-র প্রাসঙ্গিকতা নিয়েই উঠেছে প্রশ্ন।

গৌহাটি হাই কোর্টে হলফনামা জমা দিয়ে জানাল অসম সরকার।

গৌহাটি হাই কোর্টে হলফনামা জমা দিয়ে জানাল অসম সরকার। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ০৮:২১
Share: Save:

কোটি কোটি টাকা খরচ করে তিন বছর ধরে ২১০ জন ফরেনার্স ট্রাইবুনাল সদস্যকে বসিয়ে রাখা হয়েছে। তাই তাঁদের কার্যকালের মেয়াদ আর বাড়ানো অর্থহীন বলে কেন্দ্রকে জানিয়েছে অসম সরকার। গৌহাটি হাই কোর্টে হলফনামা জমা দিয়ে এমনটাই জানাল রাজ্য। এনআরসির তালিকাছুট ১৯,০৬,৬৫৭ জন আবেদনকারীর নাম বাদ পড়ার কারণ জানিয়ে পাঠানো রিজেকশন লেটার দেওয়ার কাজ এখনও শুরুই হয়নি। তার মধ্যেই বর্তমান এনআরসি-র প্রাসঙ্গিকতা নিয়েই উঠেছে প্রশ্ন। চলছে মামলা।

ফের ১০০ শতাংশ রি-ভেরিফিকেশন দাবি করা হয়েছে। তাই নাম বাদ পড়াদের বিচার কবে শুরু হবে কোনও ঠিক নেই। রাজ্যে আগে থেকে ১০০ ফরেনার্স ট্রাইবুনাল ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মতে তালিকাছুটদের বিচার প্রক্রিয়া দ্রুত সারতে আরও ৪০০ ফরেনার্স ট্রাইবুনাল গড়ার ব্যাপারে রাজ্যের তরফে ৫৬৫ কোটি ৬০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। পরে সংখ্যাটি আপাতত কমিয়ে ২০০ করা হয়। সাক্ষাৎকার পর্বের পরে নিযুক্ত হন ২১০ জন। তাঁদের মাসিক বেতন ছিল অন্য সুবিধে বাদে ৯০ হাজার টাকা। কিন্তু এ বছর থেকে তাঁদের বেতন অনিয়মিত হয়ে পড়ে। কয়েক মাসের বেতন দেওয়াও হয়নি।

অতিরিক্ত দুই শতাধিক ট্রাইবুনাল সদস্যের নিয়মিত ভাতা না দেওয়া নিয়ে হওয়া মামলার জেরে রাজ্য সরকার হাই কোর্টকে জানায়, এত জন সদস্যকে বসিয়ে বেতন দেওয়ার মানে হয় না। ২২ সেপ্টেম্বর তাঁদের কার্যকালের বর্ধিত মেয়াদও শেষ হয়েছে। তাই কার্যকাল আর না বাড়াতে বলে কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে। যদিও গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন।

আদালত বলেছিল, যত দিন রিজেকশন লেটার না দেওয়া হচ্ছে তাদের বকেয়া অন্য মামলাগুলির নিষ্পত্তিতে কাজে লাগানো হোক। শুধু ২১০ জন ফরেনার্স ট্রাইবুনাল সদস্য নিয়োগই নয়, ট্রাইবুনালের কাজে সহায়ক হিসেবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৬০০ কর্মীকে বাছাই করে রাজ্য সরকার। কিন্তু অতিরিক্ত ট্রাইবুনালের গুরুত্ব না থাকায় ওই ১৬০০ জনের নিযুক্তিও বাতিল হতে চলেছে। অবশ্য রাজ্য সরকার কেন্দ্রকে পাঠানো চিঠিতে এ-ও লিখেছে, এনআরসি আরজিআই কর্তৃক স্বীকৃত হলে ও রিজেকশন লেটার পাঠানোর কাজ শুরু হলে ফের ওই সদস্য ও কর্মীদের ব্যবহার করা হবে।

বিষয়টি নিয়ে অসম তৃণমূলের মিডিয়া ইন চার্জ অভিজিৎ মজুমদার বলেন, জনতার করের ১৬০০ কোটি টাকা বরবাদ করে এনআরসি তৈরি হল। তিন বছর ধরে প্রায় ৭০ কোটি টাকা খরচ করে এত জনকে বসিয়ে বেতন দেওয়া হল। এনআরসি তৈরির কৃতিত্ব নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন আবার সেই বিজেপিই এনআরসি বাতিল করতে উঠেপড়ে লেগেছে। আবারও ১৯৫১ সালের নয়া ভিত্তিবর্ষের ভিত্তিতে এনআরসি করবে বলছে। এই ভাবে জনতাকে হেনস্থা করা, করের টাকা নয়ছয় করার অধিকার বিজেপিকে কে দিয়েছে!

অন্য বিষয়গুলি:

Assam Gauhati High Court Foreigners Tribunal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE