Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Bilkis Bano

বিলকিস রায়: চুপ কেন বিজেপি, কটাক্ষ বিরোধীদের

সোমবার সুপ্রিম কোর্ট বিলকিস বানোর ধর্ষণকারীদের জেল থেকে মুক্তি দেওয়ার জন্য গুজরাত সরকারকে কার্যত কাঠগড়ায় তুলেছিল।

The opposition takes dig at BJP after the Supreme Court\'s verdict in the Bilkis Bano Case

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ০৭:১৯
Share: Save:

বিলকিস বানোর ধর্ষণকারীদের জেলে ফেরত পাঠানোর নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরে ২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে। মোদী সরকারের কোনও মন্ত্রী বা বিজেপির কোনও নেতা এই রায়কে স্বাগত জানালেন না কেন, তা নিয়ে আজ প্রশ্ন তুললেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, নরেন্দ্র মোদী যতই তিন তালাক রদ করে বা মহিলা সংরক্ষণের বিল পাশ করিয়ে মহিলা ভোটব্যাঙ্ক জয়ের চেষ্টা করুন, বিজেপির এই আচরণ থেকেই মহিলাদের সম্পর্কে তাঁদের মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছে।

সোমবার সুপ্রিম কোর্ট বিলকিস বানোর ধর্ষণকারীদের জেল থেকে মুক্তি দেওয়ার জন্য গুজরাত সরকারকে কার্যত কাঠগড়ায় তুলেছিল। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন, গুজরাত সরকার নিজের ক্ষমতার অপব্যবহার করেছে। অপরাধীদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছে গুজরাত সরকার। বিলকিসের ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত
১১ জনকে দু’সপ্তাহের মধ্যে জেলে ফেরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

বিরোধী মঞ্চ ইন্ডিয়া-র সমস্ত দল এই রায়কে স্বাগত জানালেও বিজেপি মুখে কুলুপ এঁটেছে। সাধারণত বিজেপির সদর দফতরে দলের মুখপাত্ররা নিয়মিত কোনও না কোনও বিষয়ে সাংবাদিক
সম্মেলন করে থাকেন। সুপ্রিম কোর্টের রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হবে বুঝে সোমবার বা মঙ্গলবার বিজেপি কোনও সাংবাদিক সম্মেলনও ডাকেনি।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে বলেন, ‘‘মোদী সরকারের কোনও মন্ত্রী বা বিজেপির কোনও নেতা বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাননি। সুপ্রিম কোর্ট ১১ জন ধর্ষণকারী ও খুনিকে জেলে ফেরত পাঠানোয় বিজেপি যে হতাশ, তার এর থেকে বড় প্রমাণ হয় না। গুজরাত সরকারই ষড়যন্ত্র করে তাদের মুক্তি দিয়েছিল। শুধু ভোটের জন্যই ‘নারী শক্তি’ নরেন্দ্র মোদীর ভুয়ো হাতিয়ার।’’

কংগ্রেস নেতারা মনে করিয়ে দিচ্ছেন, যে গোধরার জেলের উপদেষ্টা কমিটি ১১ জনকে মুক্তি দিয়েছিল, তাতে গোধরার প্রাক্তন বিজেপি বিধায়ক ও মন্ত্রী চন্দ্রসিন রাউলজি ছিলেন। বিজেপি তাঁকে গুজরাতের ভোটে প্রার্থী করেছিল। ওই কমিটিতে বিজেপির আরও তিন জন নেতা ছিলেন। কংগ্রেস নেতা কে সি বেণুগোপালের মন্তব্য, ‘‘বিজেপি নেতৃত্বের আসলে বিলকিস বানোর কাছে ক্ষমা চাওয়া উচিত। তাঁকে মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র ও গুজরাত সরকার বারবার হেনস্থা করেছে।’’

অন্য বিষয়গুলি:

Bilkis Bano BJP Gujarat High Court Supreme Court of India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy