ব্রিজ থেকে নীচে কনস্টেবল। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তায় ঘটেছিল দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে গাড়ি পড়েছিল খাদে। খবর পেয়ে সেখানে এসেছিল পুলিশ। ব্রিজের উপর থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির উদ্ধারকার্য দেখার সময় পিছলে ব্রিজ থেকে নীচে পড়ে যান এক পুলিশ কনস্টেবল। অত উঁচু থেকে নীচে পড়ার জেরে মৃত্যু হয় তাঁর। রবিবার এই ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার করিমনগরে।
করিমনগরের মানায়ার নদীর উপরে রয়েছে আলাগানুর ব্রিজ। সকাল সাড়ে ৯টা নাগাদ সেখান দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় একটি গাড়ি। সেই গাড়িতে করে স্ত্রীকে নিয়ে সিদ্দিপেট জেলার কোমুরাভেল্লি মালান্না মন্দিরে যাচ্ছিলেন জি শ্রীনিবাস নামের এক স্কুল শিক্ষক। তিনি গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
সেই দুর্ঘটনার খবর পেয়ে সেখানে আসেন করিমনগর আই টাউন থানার পুলিশ। ইতিমধ্যে স্থানীয়রা, ব্রিজের নীচে নেমে গাড়ির কাছে উদ্ধার কার্য চালাচ্ছিলেন। ব্রিজের উপর থেকে সেই কাজ দেখছিলেন বি চন্দ্রশেখর নামের ওই পুলিশ কনস্টেবল। ব্রিজের উপর থেকে তা দেখার সময় পিছলে যায় তাঁর পা। ব্রিজ থেকে তিনি সোজা মুখ থুবড়ে পড়েন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির পাশে। দেখুন কী ভাবে পড়লেন ওই কনস্টেবল—
visual how Constable fell from the bridge. A car fell from a bridge into culvert. A teacher died on the spot his wife critical and a Constable who went to spot also fell from the bridge. Karimnagr Of telangana @TelanganaDGP pic.twitter.com/70WMxqmaXg
— Lokesh journo (@Lokeshpaila) February 16, 2020
আরও পড়ুন: পড়ুয়াদের পেটাচ্ছে পুলিশ, ভাঙছে সিসি ক্যামেরা, সামনে এল জামিয়ার আরও একটি ভিডিয়ো
গুরুতর আঘাতের জেরে ওই কনস্টেবলের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে শ্রীনিবাস নামের ওই স্কুল শিক্ষকেরও। ওই শিক্ষকের স্ত্রী স্বরূপা আশঙ্কাজনক অবস্থায় এক হাসপাতালে ভর্তি রয়েছেন। করিমনগরের অ্যাসিট্যান্ট কমিশনার অব পুলিশ পাগাদালা অশোক বলেছেন, ‘‘দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে অপর থেকে দেখতে গিয়ে পড়ে যান আমাদের কনস্টেবল। গাড়ি দুর্ঘটনার জেরে একটি লরিকে আটক করেছে পুলিশ। লরিটির চালক পলাতক।’’
কনস্টেবল চন্দ্রশেখর ১৯৯০-এর ব্যাচের। স্ত্রী ছাড়াও তাঁর এক পুত্র ও এক কন্যা রয়েছে। তাঁর মেয়ে সরকারি কর্মী। ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করলেও, এখনও চাকরি পাননি।
আরও পড়ুন: সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ী কমিশনড পদে নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy