সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনে নেমে সপ্তাহ তিনেক আগে গ্রেফতার হয়েছিলেন তিনি। তেলঙ্গানার সেই রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ বন্দি সঞ্জয় কুমার এ বার সরাসরি নিশানা করলেন কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-কে। সঞ্জয়ের অভিযোগ, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) প্রধান চন্দ্রশেখর আদতে আতিক আহমেদের চেয়েও ভয়ানক!
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশি হেফাজতে খুন হওয়া ‘বাহুবলী’ প্রাক্তন সাংসদ আতিকের সঙ্গে কেসিআরের তুলনা টেনে তিনি বলেন, ‘‘আতিকের মতোই বহু পরিবারের সর্বনাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। তেলঙ্গানা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্ন ফাঁস করে বহু বেকার যুবকের জীবন অনিশ্চিত করে তুলেছেন। বিরোধীদের উপর নিপীড়ন চালাচ্ছেন।’’
আরও পড়ুন:
বুধবার মেহবুবনগরে বিজেপির জনসভায় সঞ্জয় বলেন, ‘‘আতিক আহমেদ বন্দুকের মুখে জনগণকে লুট করেছেন। আর চন্দ্রশেখর রাও পুলিশের সহায়তা নিয়ে জনগণের জমি লুট করছেন। তবে ভয় পাওয়ার কিছু নেই। আমরা লড়াই চালিয়ে যাব।’’ আগামী বিধানসভা ভোটে বিজেপি তেলঙ্গানায় চন্দ্রশেখর সরকারের পতন ঘটাবে বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত, চলতি বছরের শেষে তেলঙ্গানায় বিধানসভা ভোট হওয়ার কথা। সেখানে বিআরএস, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।