নিজের তৈরি উপগ্রহ হাতে রিফথ শারুক। ছবি: টুইটারের সৌজন্যে
হাতের মুঠোতেই বন্দি করা যায় আস্ত একটা উপগ্রহ। দেখতে লুডোর ঘুটির মতো। ওজন মাত্র ৬৪ গ্রাম। বিশ্বের সবচেয়ে ছোট উপগ্রহ বানিয়ে চমকে দিলেন ১৮ বছরের ভারতীয় কিশোর রিফথ শারুক। আগামী মাসেই তাঁর এই উপগ্রহটি মহাকাশে পাঠাবে নাসা।
তামিলনাড়ুর পাল্লাপটি শহরে থাকেন রিফথ। ছোট থেকেই মহাকাশ টানত তাঁকে। আর এই উৎসাহ থেকেই নাসার কিড’স ক্লাবের সদস্য হন শারুক। বিশ্বের ক্ষুদ্রতম এবং সবচেয়ে হালকা উপগ্রহ তৈরির কৃতিত্বটা এখন তাঁরই পকেটস্থ।
প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নাম অনুসারে এই স্যাটেলাইটির নাম দেওয়া হয়েছে ‘কালামস্যাট’। ‘স্পেস কিডজ ইন্ডিয়া’র টাকায় করা হয়েছে এই প্রজেক্ট। সম্প্রতি ‘কিউবস ইন স্পেস’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল ‘নাসা’ এবং ‘আই ডুডল লার্নিং’। সেখানেই নজর কাড়ে শারুকের এই উপগ্রহ। নাসা সূত্রে খবর, আগামী ২১ জুন ওয়ালপস দ্বীপ থেকে মহাকাশে পাঠানো হবে ‘কালামস্যাট’। সম্পূর্ণ মিশনটি সম্পন্ন করতে সময় লাগবে ২৪০ মিনিট। মহাকাশে মাইক্রো-গ্র্যাভিটি পরিবেশে ১২ মিনিট থাকবে উপগ্রহটি। এর প্রধান কাজ হবে ৩ডি প্রিন্টেড কার্বন ফাইবারের কর্মক্ষমতা বোঝা।
আরও পড়ুন: ১০ বাড়ি কাজ করেই ফার্স্ট ক্লাস পেল আফসান
দুর্দান্ত এই সাফল্যের পর এক সাক্ষাৎকারে রিফথ জানালেন, রিইনফোর্সড কার্বন ফাইবার পলিমার দিয়ে তৈরি হয়েছে উপগ্রহটি। ৪ ঘন মিটার আয়তনের একটি বাক্সের মধ্যে রয়েছে সেটি। প্রধানত দেশীয় সামগ্রী দিয়েই তৈরি হয়েছে উপগ্রহ। প্রাথমিক ভাবে থ্রি-ডি প্রিন্টিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘কালামস্যাট’। আটটি সেনসর রয়েছে এতে। যা পৃথিবীর ত্বরণ, ঘুর্ণন এবং ম্যাগনেটোস্ফিয়ারের নানা দিক পরীক্ষা করে দেখবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy