Take a look at India's biggest liquor shop Tonique dgtl
National News
হায়দরাবাদে খুলল দেশের বৃহত্তম মদের দোকান ‘টনিক’
এক দিকে আভিজাত্য আর ঐতিহ্যের মিশেল, অন্য দিকে গুণগত মান আর বিরল সম্ভার। ১৫ হাজার বর্গ ফুট এলাকা জুড়ে পৃথিবীর অন্যতম বাছাই করা মদের ভাণ্ডার। এটাই এখন ভারতের বৃহত্তম মদের দোকান। উঁকি মেরে দেখা যাক এর অন্দরে।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ১২:০৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
হায়দরাবাদের জুবিলি হিলসে মাস কয়েক আগে খোলা ‘টনিক’ লিকার-লভারদের সেরা আস্তানা।
০২০৯
এটাই ভারতের বৃহত্তম মদের দোকান। অভিজাত জুবিলি হিলসের ৩৬ নম্বর রাস্তায় প্রায় ১৫ হাজার বর্গ ফুট এলাকা জুড়ে রয়েছে এই দোকান।
০৩০৯
তিনটি বাস্কেটবল কোর্টের থেকে বড় এলাকা নিয়ে তৈরি হয়েছে ‘টনিক’। দোতলা এই দোকনটির গোটাটা জুড়েই হরেক রকম দেশি-বিদেশি সেরা মদের ভাণ্ডার।
০৪০৯
প্রায় ৫০০ আলাদা আলাদা ব্র্যান্ডের মদ রয়েছে এখানে। টনিককে ‘ওয়াইন স্পেশালিস্ট’ বলা যায় বিনা বাধায়।
০৫০৯
দক্ষিণ আফ্রিকা থেকে চিলে, অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড, ইউরোপ, ফ্রান্স— বিভিন্ন দেশের ওয়াইন টেস্ট করতে চাইলে ঘুরে আসতে পারেন এখানে।
০৬০৯
খুব শীঘ্রই নতুন ওয়াইন টেস্টিং রুম খুলতে চলেছে এখানে। সেই ঘরে দেশ বিদেশের ওয়াইন চেখে দেখার পাশাপাশি ওয়াইন সম্বন্ধে জ্ঞানও অর্জন করতে পারবেন গ্রাহক।
০৭০৯
‘টনিক’-এ রয়েছে ৮৬ হাজার টাকার বিরল কিঙ্গ জর্জ ভি স্কটিশ হুইস্কি। রয়েছে ৩১ হাজার ৫০০ টাকার ভিন্টেজ দম পেরিগনন শ্যাম্পনও।
০৮০৯
১০০ টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকারও মদ পাওয়া যাবে এখানে।