নিজের জন্য আইনজীবী নিয়োগ করতে চান না মুম্বই হামলার চক্রী তাহাউর রানা। এ ক্ষেত্রে বিশেষ এনআইএ আদালতে জমা দেওয়া হলফনামায় রানার যুক্তি, তাঁর নাম ব্যবহার করে খ্যাতি পাওয়ার চেষ্টা করতে পারেন এমন কাউকে তিনি আইনজীবী হিসাবে চাইছেন না।
মুম্বই হামলার মূল চক্রী ডেভিড কোলম্যান হেডলির অন্যতম সহযোগী ছিলেন কানাডার ব্যাবসায়ী রানা। তিনি আদতে পাকিস্তানি বংশোদ্ভূত। ৬৪ বছরের সেই রানা এখন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হেফাজতে। তাঁকে জেরা করছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার রানাকে বিশেষ বিমানে আমেরিকা থেকে ভারতে উড়িয়ে আনার পর প্রথামাফিক তাঁকে গ্রেফতার করে এনআইএ। মধ্যরাতে তাঁকে হাজির করানো হয় দিল্লির পটীয়ালা হাউসের এনআইএ বিশেষ আদালতে।
বিশেষ এনআইএ আদালতের বিচারক রানাকে ১৮ দিন এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ দিতে গিয়ে বিচারক জানান, অভিযুক্ত (রানা) তাঁর নাম ব্যবহার করে খ্যাতিলাভ করার চেষ্টা করতে পারেন, এমন কাউকে আইনজীবী হিসাবে চাইছেন না। তবে দেশের ‘লিগ্যাল সার্ভিসেস অ্যাক্ট’ অনুসারে আইনি সহায়তাকারী সংস্থার কেউ রানার হয়ে সওয়াল করবেন। তবে সেই আইনজীবীদের এই মামলা কিংবা রানার বিষয়ে সংবাদমাধ্যমে মন্তব্য না-করার নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন:
তাঁর হয়ে সওয়াল করা আইনজীবীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য রানা কাগজ এবং কম ধারওয়ালা নিবের পেন রাখতে পারবেন বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য, রানাকে বর্তমানে দিল্লির সিজিও কমপ্লেক্সে এনআইএ-র সদর দফতরে রাখা হয়েছে। সেখানে কড়া নিরাপত্তার বেষ্টনীতে একটি বাতানুকূল কক্ষের মধ্যে রয়েছেন তিনি। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ আধিকারিকেরা।