বিনামূল্যে মিলছে রেশন। পরিশ্রম না-করেই ভরে উঠছে অ্যাকাউন্ট! ভোটের আগে বিভিন্ন সরকারি প্রকল্পের ঘোষণার ফলে আদতে সমাজের ক্ষতি হচ্ছে। একটি মামলায় এমনটাই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, এর ফলে মানুষ কাজ করতে চাইছেন না। বিনামূল্যে খাবার পেয়ে গেলে, বিনা শ্রমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরে গেলে আর পরিশ্রম করার প্রয়োজন পড়ে না। এতে সমাজের ক্ষতি হচ্ছে।
শহরাঞ্চলে দারিদ্র দূর করার লক্ষ্যে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সংক্রান্ত একটি মামলা চলছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গবই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্র বেঞ্চে। শীর্ষ আদালতে কেন্দ্র জানায়, শহরাঞ্চলে দারিদ্র দূরীকরণ মিশন চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। যাঁরা শহরের রাস্তায় গৃহহীন, তাঁদের আশ্রয়ের বন্দোবস্ত করা হবে। এ ছাড়াও শহরবাসী দরিদ্র মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার। এর প্রেক্ষিতেই বিচারপতি গবইয়ের মন্তব্য, ‘‘বিনামূল্যে বিভিন্ন সুবিধা পেয়ে পেয়ে মানুষ আর কাজ করতে চাইছেন না। তাঁরা বিনামূল্যে রেশন পাচ্ছেন। কোনও কাজ না-করেই টাকা পেয়ে যাচ্ছেন।’’
আরও পড়ুন:
বিচারপতি আরও বলেন, ‘‘শহরাঞ্চলের দরিদ্র মানুষের জন্য যে আপনারা ভাবছেন, সেটা খুবই ভাল কথা। কিন্তু তাঁদের যদি সমাজের মূলস্রোতের অঙ্গ করে তোলা যায়, তাঁদের যদি দেশের উন্নয়নের কাজে লাগানো যায়, সেটা কি আরও ভাল হবে না?’’ কত দিনের মধ্যে কেন্দ্রের শহুরে দারিদ্র দূরীকরণের উদ্যোগ বাস্তবায়িত হবে, অ্যাটর্নি জেনারেলকে তা জানাতে বলেছেন বিচারপতি।
ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে। মানুষের সুবিধার্থে নানা নতুন প্রকল্পের ঘোষণা করা হয়। কোথাও বলা হয়, বিনামূল্যে রেশন পাবেন মানুষ। কোথাও আবার মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থসাহায্যের কথা ঘোষণা হয়। সরকারি এই প্রকল্পগুলির ফলে মানুষকে আর আগের মতো পরিশ্রম করতে হয় না। বিনা পরিশ্রমেই মেলে সুযোগসুবিধা। ভোট-রাজনীতির এই ‘খয়রাতি’ নিয়েই অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। ছ’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।