Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Detention Camps in Assam

ডিটেনশন শিবিরে ১ মাসের মধ্যে পর্যাপ্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে, অসমকে নির্দেশ শীর্ষ আদালতের

অসমে ডিটেনশন শিবিরগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো নিশ্চিত করতে হবে। সোমবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৯ ডিসেম্বর এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলেছে আদালত।

অসমে ডিটেনশন শিবিরে পরিকাঠামো নিয়ে সোমবার প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে।

অসমে ডিটেনশন শিবিরে পরিকাঠামো নিয়ে সোমবার প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৫:২৯
Share: Save:

অসমে ডিটেনশন শিবিরে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সোমবার ওই মামলার শুনানিতে অসম সরকারকে সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত। বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্‌র বেঞ্চের নির্দেশ, এক মাসের মধ্যে ডিটেনশন শিবিরগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো নিশ্চিত করতে হবে অসম সরকারকে। রাজ্য সরকারের প্রতিনিধিদলকে এই শিবিরগুলি পরিদর্শন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনার জন্যও বলেছে সুপ্রিম কোর্ট।

যাঁদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ রয়েছে কিংবা যাঁদের অবৈধ অভিবাসী বলে ‘ফরেনার্স ট্রাইবুনাল’ মনে করে, তাঁদের আটক করার পর রাখা হয় ডিটেনশন শিবিরে। কিন্তু এই শিবিরগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো নেই বলে বার বার অভিযোগ উঠেছে। জুলাই মাসেও এ নিয়ে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ সতর্ক করেছিল অসম সরকারকে। পর্যাপ্ত জল, নিকাশি ব্যবস্থার অভাবের কথা উল্লেখ করেছিল শীর্ষ আদালত। এমনকি খাদ্য ও চিকিৎসা ব্যবস্থা নিয়েও কোনও স্বচ্ছ ধারণা নেই বলেও জানিয়েছিল সুপ্রিম কোর্ট।

সোমবার মামলার শুনানির সময় আবারও ডিটেনশন শিবিরের পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ওকা। তাঁর কথায়, “ডিটেনশন শিবিরগুলির অবস্থায় সন্তোষ প্রকাশের কোনও জায়গাই নেই। রাজ্যের লিগ্যাল সার্ভিসের রিপোর্ট অনুসারে, ন্যূনতম স্বাস্থ্য ব্যবস্থারও অভাব রয়েছে। মহিলা চিকিৎসকও নেই সেখানে। পর্যাপ্ত পরিকাঠামো নিশ্চিত করতে হবে।” সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের বৈঠকে অসমের লিগ্যাল সার্ভিস কর্তৃপক্ষকেও থাকার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ওই বৈঠকের পর আগামী ৯ ডিসেম্বর লিগ্যাল সার্ভিস কর্তৃপক্ষকে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য বিষয়গুলি:

Supreme Court Assam Detention Camp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE