২১ জুলাই স্কুলের পরীক্ষা। অকৃতকার্য হওয়ার ভয়ে সেই পরীক্ষা বন্ধ করার ছক কষল দশম শ্রেণির এক ছাত্র। পাঠাল বাবার ল্যাপটপ থেকে স্কুলে হুমকি মেল! শুধু তাই-ই নয়, সেই ইমেলটি ওই পড়ুয়া পাঠিয়েছিল ‘হুচ্ছা বেঙ্কট’ নামে এক অভিনেতার নামে। কিন্তু শেষরক্ষা হল না। তদন্তে নেমে ওই পড়ুয়াকে আটক করেছে পুলিশ। ঘটনাটি বেঙ্গালুরুর।
পুলিশ সূত্রে খবর, শহরের একটি নামী স্কুলে পড়ে ওই ছাত্র। ২১ জুলাই তার পরীক্ষা রয়েছে। কিন্তু পরীক্ষা যাতে ভেস্তে যায় সে জন্য স্কুলে বোমাতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করে সে। তার পরই বাবার ল্যাপটপ থেকে ‘হুচ্ছা ভেঙ্কট’-এর নামে একটি নতুন ইমেল অ্যাকাউন্ট তৈরি করে। তার পরই সেই অ্যাকউন্ট থেকে মেল করে, ‘স্কুলে বোমা রয়েছে।’
আরও পড়ুন:
এমন একটি হুমকি ইমেল পেয়ে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানান। পুলিশ, বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ নিয়ে এসে স্কুল এবং আশপাশ জায়গায় তন্নতন্ন করে বোমার খোঁজ চালায়। স্কুল থেকে পড়ুয়া এবং শিক্ষকদের নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়। কিন্তু স্কুলের ভিতরে বা বাইরে কোথাও বোমার হদিস মেলেনি।
তদন্তে নেমে পুলিশের সাইবার সেল প্রথমে ওই মেল কোথা থেকে এসেছে সেই আইপি অ্যাড্রেস চিহ্নিত করে। সেই সূত্র ধরে দশম শ্রেণির পড়ুয়ার হদিস পায় তারা। এর পরই ওই ছাত্রকে আটক করে পুলিশ।