পঞ্জাব পুলিশের সঙ্গে গুলির লড়াই দুই গ্যাংস্টারের। প্রতীকী ছবি।
গোপন সূত্রে পঞ্জাব পুলিশ খবর পেয়েছিল অমৃতসরের আটারিতে চিচা ভাকনা গ্রামে আত্মগোপন করে আছে পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালার খুনে অভিযুক্ত দুই গ্যাংস্টার রূপা এবং মুন্না কুসা।
সেই খবর পেয়েই বুধবার কাকভোরে ওই গ্রামে পৌঁছে গিয়েছিল পঞ্জাব পুলিশের দুষ্কৃতী দমন শাখার একটি দল। গোটা গ্রাম ঘিরে ফেলে তল্লাশি চালানোর সময় দুই গ্যাংস্টার পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও।
দু’পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলির সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই গ্যাংস্টারের। পুলিশ জানিয়েছে, মুন্না কুসাই মুসেওয়ালার উপর একে-৪৭নিয়ে হামলা চালিয়েছিল। মুসে ওয়ালার খুনের পর থেকেই লুকিয়ে বেড়াচ্ছিল মুন্না এবং রূপা। আরও এক গ্যাংস্টার দীপক মান্ডি এখনও পলাতক।
#WATCH | Encounter ensuing between police & gangsters at Cheecha Bhakna village of Amritsar district in Punjab pic.twitter.com/7UA0gEL23z
— ANI (@ANI) July 20, 2022
মুসে ওয়ালার খুনে দিল্লি, পঞ্জাব এবং মুম্বই পুলিশের হাতে এখনও পর্যন্ত বেশ কয়েক জন গ্রেফতার হয়েছে। গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং বিষ্ণোই লরেন্সের সঙ্গে এদের ঘনিষ্ঠ যোগ ছিল। গোল্ডি ব্রারের কোনও হদিস পায়নি পুলিশ। লরেন্স দিল্লির তিহাড় জেলে বন্দি।
গত ২৯ মে মানসা যাওয়ার পথে মুসে ওয়ালার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় মৃত্যু হয় পঞ্জাবি গায়কের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy