গরুর রচনা লিখতে ব্যস্ত আদর্শ। — নিজস্ব চিত্র।
স্কুলে শিক্ষক খুদে পড়ুয়াকে বলেছিলেন, গরুর উপর রচনা লিখতে। ব্ল্যাকবোর্ডে তার সপ্রতিভ জবাব দিয়েছে ওই শিশু। যা চমকে দিয়েছে সকলকে। সম্প্রতি এমনি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, শিশুটিকে তাঁর শিক্ষক বলছেন, ‘‘আদর্শ বেটা, গাই কে উপর এক নিবন্ধ লিখনা হ্যায়। শুরু হো যাও।’’ অর্থাৎ, ‘আদর্শ, গরুর উপর একটা রচনা লেখো।’ এর পর চক হাতে আদর্শ নামে ওই শিশু ব্ল্যাকবোর্ডে হিন্দিতে লেখে ‘গাই’ অর্থাৎ গরু। তার উপর সে লেখে ‘নিবন্ধ’ অর্থাৎ রচনা শব্দটি। এর পরই শিক্ষকের দিকে তাকিয়ে অনাবিল হাসি দেখা গিয়েছে আদর্শের মুখে। ভিডিয়োটি শেষ হয়েছে এখানেই। কিন্তু কয়েক মিনিটের সেই ভিডিয়ো দর্শকদের টেনেছে সমাজমাধ্যমে। ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ ইনস্টাগ্রামের ওই ভিডিয়োটি লাইক করেছেন।
আদর্শ নামে ওই শিশুর এমন সপ্রতিভ কাণ্ড কারখানা দেখে ওই ভিডিয়োর কমেন্ট সেকশনে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ নিজের শৈশব স্মরণ করে লিখেছেন, ‘‘আমি তো ওই বয়সে নিজের নামটা পর্যন্ত লিখতে পারতাম না।’’ কেউ আবার লিখেছেন, ‘‘স্মার্ট শিশু।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy