ছবি টুইটার।
মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল রাজস্থানের সিকারে। পদপিষ্ট হয়ে কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর ৫টা নাগাদ খাটু শ্যাম মন্দিরের প্রবেশপথের সামনে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় তিন মহিলার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েক জন। আহতদের মধ্যে দু’জনকে জয়পুরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
Rajasthan | Three people died, several injured at Khatu Shyamji Temple in Sikar where a stampede occurred during a monthly fair, earlier this morning. Two injured people referred to a hospital in Jaipur. Police present at the spot. Further details awaited. pic.twitter.com/bgnL9sRr1j
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) August 8, 2022
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরিস্থিতি আয়ত্তে আনতে মন্দির চত্বরে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা দিয়েছে, মন্দিরের মূল ফটকের সামনে ভোরে বিপুল পরিমাণে ভক্ত সমাগম হয়। মন্দিরের প্রবেশপথের দরজা খুলতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সে সময়ই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। সিকারের পুলিশ সুপার কুনওয়ার রাষ্ট্রদীপ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy