ডোকলাম নিয়ে ভারত-চিন বিবাদ শুরু হয়েছিল ২০১৭-য়। সে সময় কূটনৈতিক স্তরে সমঝোতা হয়েছিল দু’পক্ষের। তার পর কেটে গিয়েছে তিন বছর। এ বার লাদাখ-সহ একাধিক সীমান্ত এলাকায় দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন করে বিরোধের সূত্রপাত। সীমান্তে সঙ্ঘাতের এই বাতাবরণ ঘিরেই উত্তেজনা বাড়ছে নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে। পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে, চিনা প্রেসিডেন্ট চিনফিং সেনাকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়ায়। চিনকে টক্কর দিতে কতটা তৈরি ভারত? এক নজরে দেখে নেওয়া যাক দেশের বিপুল অস্ত্র সম্ভার।