ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর এমনটাই।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বর্ষীয়ান কংগ্রেস নেত্রীকে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। হাসপাতাল সূত্রে খবর, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। শুক্রবার ছাড়া পেতে পারেন। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেই ৭৮ বছর পূর্ণ করেছেন ইন্দিরা পুত্রবধূ। তবে এবারে ঠিক কী কারণে তিনি হাসপাতালে ভর্তি, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন:
২০১১ সালের অগস্টে ক্যানসারের চিকিৎসায় তাঁর দেহে অস্ত্রোপচার হয়েছিল। তার পরে ২০২২ সালে দু’বার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।