অসমে নরেন্দ্র মোদী।
ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশকে কালিমালিপ্ত করার একটা নিরন্তর প্রয়াস চলছে। রবিবার অসমের শোণিতপুর থেকে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশ তো বটেই, এমনকি দেশে উৎপাদিত চায়ের বদনাম করার জন্য কিছু বাইরের লোক উঠেপড়ে লেগেছে বলেও এ দিন মন্তব্য করেন মোদী। তবে কারা ষড়যন্ত্র করছেন সে সম্পর্কে বেশ কিছু তথ্যও সামনে এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। এর পরই তাঁর হুঁশিয়ারি, যাঁরা এই ষড়যন্ত্রের পিছনে রয়েছেন তাঁদের জবাবদিহি করতেই হবে। নাম না করেও কিছু রাজনৈতিক দলকে আক্রমণ করেছেন মোদী।
রবিবার অসম এবং পশ্চিমবঙ্গ সফর রয়েছে মোদীর। অসমের শোণিতপুর জেলার ঢেকিয়াজুলিতে ‘অসম মালা’ প্রকল্প উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, এই প্রকল্প অসমের রাস্তা, পরিকাঠামো এবং রাজ্যের আর্থিক উন্নয়নে সহযোগিতা করবে।
এ দিন রাজ্যের চা বাগান এবং চা শ্রমিকদের প্রসঙ্গও উঠে এসেছে মোদীর বক্তৃতায়। সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে অসম এবং বাংলার চা শ্রমিকদের কল্যাণে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। অসমে পা রেখেই সেই চা শ্রমিকদেরই তাঁর বক্তব্যের কেন্দ্রবিন্দুতে আনতে ভুললেন না মোদী। চা শিল্পকে যে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে সেই অভিযোগও তুলতে শোনা গিয়েছে তাঁকে। এ প্রসঙ্গে মোদী বলেন, “প্রতিটি চা বাগান, প্রতিটি চা শ্রমিক এই ষড়যন্ত্রের পিছনে জড়িত রাজনৈতিক দলগুলোর কাছে জবাব চাইবেন।”
শুধু চা শিল্পই নয়, ভোটমুখী অসম এবং বাংলায় রাস্তা নির্মাণের উপরও এ বারের বাজেটে জোর দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। অসমে যে ‘অসম মালা’ প্রকল্পের এ দিন উদ্বোধন করেছেন মোদী তা ভারতমালা প্রকল্পেরই একটা অংশ। রাজ্যের জাতীয় এবং জেলা সড়কগুলোর উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য।
এই মুহূর্তে কৃষক আন্দোলন নিয়ে দেশ উত্তাল। সেই আন্দোলনের উত্তাপ আরও বাড়িয়েছে আন্তর্জাতিক ব্যক্তিত্বদের কৃষকদের পাশে থাকার টুইট বার্তা। যা নিয়ে সরগরম দেশের রাজনীতি। পপস্টার রিহানা, গ্রেটা থুনবার্গ, মিয়া খলিফা-র মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা কৃষক আন্দোলনকে সমর্থন করে তাঁদের পাশের থাকার বার্তা দিয়েছেন। আন্তর্জাতিক স্তরে এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
পাল্টা ভারতের ক্রিকেট, সিনেমা এবং সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা আন্তর্জাতিক তারকাদের টুইটের বিরুদ্ধে মুখ খুলেছেন। যা নিয়ে তুমুল চর্চা চলছে। কেন্দ্র দাবি করেছে, ভারতকে কালিমালিপ্ত করার জন্য বহিরাগত শক্তি ষড়যন্ত্র করছে। অসমে গিয়ে মোদী সেই ষড়যন্ত্রের কথাই তুলে ধরেছেন এ দিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy