ধ্বংস: বাবরি মসজিদের উপরে করসেবকরা। —ফাইল চিত্র।
• ১৫২৮: অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেন বাবরের সেনাপতি মির বাকি। হিন্দুদের একাংশের দাবি ছিল, নির্দিষ্ট ওই এলাকাটি রাম জন্মভূমি। সেখানে আগে একটি মন্দির ছিল।
• ১৮৫৭: এক হিন্দু পুরোহিত মসজিদ লাগোয়া চত্বরে একটি মন্দির প্রতিষ্ঠা করেন।
• ১৮৫৯: ব্রিটিশ সরকার মন্দির, মসজিদের মাঝে দেওয়াল তোলে।
• ১৮৮৫: রাম মন্দির তৈরির অনুমতি চেয়ে ফৈজাবাদ কোর্টের দ্বারস্থ হন মোহন্ত রঘুবর দাস।
• ৩০ অক্টোবর, ১৯৯০: মসজিদ ধ্বংস করতে জড়ো হয় হাজার হাজার করসেবক। গুলি চালায় পুলিশ। অনেকের মৃত্যু।
• ১৯৯১: উত্তরপ্রদেশে ক্ষমতায় এল বিজেপি।
• ৬ ডিসেম্বর, ১৯৯২: বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা আর বিজেপি সমর্থকদের হাতে বাবরি মসজিদ ধ্বংস। দেশ জুড়ে হিংসা। নিহত হাজারেরও বেশি।
• ডিসেম্বর, ১৯৯২: দু’টি আলাদা এফআইআর। একটি অজ্ঞাত পরিচয় করসেবকদের বিরুদ্ধে। অপরটি লালকৃষ্ণ আডবাণী, এম এম জোশী-সহ কিছু বিজেপি নেতার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে। লিবারহান কমিশন গঠন।
• ১৯৯৩: আডবাণীদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট।
আরও পড়ুন:রেহাই পেলেন না আডবাণী
• ৪ মে, ২০০১: সিবিআইয়ের বিশেষ আদালতে পদ্ধতিগত কারণে আডবাণী, বালসাহেব ঠাকরে, উমা ভারতী, জোশীর বিরুদ্ধে মামলা বন্ধ।
• ২ নভেম্বর, ২০০৪: ইলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে চ্যালেঞ্জ সিবিআইয়ের। মামলা বন্ধ নিয়ে কোর্টের নোটিস।
• ২০ মে, ২০১০: সিবিআইয়ের আর্জি খারিজ হাইকোর্টে।
• ফেব্রুয়ারি, ২০১১: সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই।
• ৩১ মার্চ, ২০১৫: আডবাণীদের সুপ্রিম কোর্টের নোটিস।
• ২১ মার্চ, ২০১৭: অযোধ্যা বিতর্ক সমাধানের পরামর্শ সুপ্রিম কোর্টের।
• ৬ এপ্রিল, ২০১৭: সময়ের মধ্যে বিচার শেষের পক্ষে সওয়াল সুপ্রিম কোর্টের। সিবিআইয়ের আর্জি নিয়ে রায় দান স্থগিত।
• ১৯ এপ্রিল, ২০১৭: আডবাণী, জোশী, উমা ভারতীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা ফের শুরু করা যায়, জানাল সুপ্রিম কোর্ট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy