Advertisement
২২ নভেম্বর ২০২৪
Babri Masjid

বাবরি বিতর্কের সালতামামি

১৫২৮: অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেন বাবরের সেনাপতি মির বাকি। হিন্দুদের একাংশের দাবি ছিল, নির্দিষ্ট ওই এলাকাটি রাম জন্মভূমি। সেখানে আগে একটি মন্দির ছিল। ১৮৫৭: এক হিন্দু পুরোহিত মসজিদ লাগোয়া চত্বরে একটি মন্দির প্রতিষ্ঠা করেন।

ধ্বংস: বাবরি মসজিদের উপরে করসেবকরা। —ফাইল চিত্র।

ধ্বংস: বাবরি মসজিদের উপরে করসেবকরা। —ফাইল চিত্র।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ০৪:১১
Share: Save:

• ১৫২৮: অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেন বাবরের সেনাপতি মির বাকি। হিন্দুদের একাংশের দাবি ছিল, নির্দিষ্ট ওই এলাকাটি রাম জন্মভূমি। সেখানে আগে একটি মন্দির ছিল।

• ১৮৫৭: এক হিন্দু পুরোহিত মসজিদ লাগোয়া চত্বরে একটি মন্দির প্রতিষ্ঠা করেন।

• ১৮৫৯: ব্রিটিশ সরকার মন্দির, মসজিদের মাঝে দেওয়াল তোলে।

• ১৮৮৫: রাম মন্দির তৈরির অনুমতি চেয়ে ফৈজাবাদ কোর্টের দ্বারস্থ হন মোহন্ত রঘুবর দাস।

• ৩০ অক্টোবর, ১৯৯০: মসজিদ ধ্বংস করতে জড়ো হয় হাজার হাজার করসেবক। গুলি চালায় পুলিশ। অনেকের মৃত্যু।

• ১৯৯১: উত্তরপ্রদেশে ক্ষমতায় এল বিজেপি।

• ৬ ডিসেম্বর, ১৯৯২: বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা আর বিজেপি সমর্থকদের হাতে বাবরি মসজিদ ধ্বংস। দেশ জুড়ে হিংসা। নিহত হাজারেরও বেশি।

• ডিসেম্বর, ১৯৯২: দু’টি আলাদা এফআইআর। একটি অজ্ঞাত পরিচয় করসেবকদের বিরুদ্ধে। অপরটি লালকৃষ্ণ আডবাণী, এম এম জোশী-সহ কিছু বিজেপি নেতার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে। লিবারহান কমিশন গঠন।

• ১৯৯৩: আডবাণীদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট।

আরও পড়ুন:রেহাই পেলেন না আডবাণী

• ৪ মে, ২০০১: সিবিআইয়ের বিশেষ আদালতে পদ্ধতিগত কারণে আডবাণী, বালসাহেব ঠাকরে, উমা ভারতী, জোশীর বিরুদ্ধে মামলা বন্ধ।

• ২ নভেম্বর, ২০০৪: ইলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে চ্যালেঞ্জ সিবিআইয়ের। মামলা বন্ধ নিয়ে কোর্টের নোটিস।

• ২০ মে, ২০১০: সিবিআইয়ের আর্জি খারিজ হাইকোর্টে।

• ফেব্রুয়ারি, ২০১১: সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই।

• ৩১ মার্চ, ২০১৫: আডবাণীদের সুপ্রিম কোর্টের নোটিস।

• ২১ মার্চ, ২০১৭: অযোধ্যা বিতর্ক সমাধানের পরামর্শ সুপ্রিম কোর্টের।

• ৬ এপ্রিল, ২০১৭: সময়ের মধ্যে বিচার শেষের পক্ষে সওয়াল সুপ্রিম কোর্টের। সিবিআইয়ের আর্জি নিয়ে রায় দান স্থগিত।

• ১৯ এপ্রিল, ২০১৭: আডবাণী, জোশী, উমা ভারতীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা ফের শুরু করা যায়, জানাল সুপ্রিম কোর্ট।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy