গাঙ্গুবাঈ নিষিদ্ধপল্লিতে থেকেই উপভোগ করতেন জীবনকে। তাঁর বাহন ছিল বহুমূল্য গাড়ি। পরিণত বয়সে চশমার ফ্রেমের সঙ্গে পরনের শাড়িতেও থাকত সোনার উপস্থিতি। হার-না-মানা এই নারীকে তুলে ধরেছেন সাংবাদিক হুসেন জাইদি। তাঁর ‘মাফিয়া কুইনস অব মুম্বই’ বইয়ে। গাঙ্গুবাঈয়ের জীবন নিয়ে আসছে হিন্দি ছবিও। সঞ্জয়লীলা ভনশালীর পরিচালনায় সেই ছবিতে গাঙ্গুবাঈ-এর ভূমিকায় দেখা যাবে আলিয়া ভট্টকে। পাঁকের মধ্যেও উজান স্রোত খুঁজে সাঁতার দেওয়া গাঙ্গুবাঈয়ের মূর্তি যেন আজও কামাথিপুরার রক্ষক। (ছবি: শাটারস্টক ও সোশ্যাল মিডিয়া)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy