পহেলগাঁও কাণ্ড ঘিরে সেনার তল্লাশি অভিযানের মধ্যেই জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় এক সমাজকর্মীকে গুলি করে হত্যা করল জঙ্গিরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কান্দিখাস এলাকায়।
পুলিশ সূত্রে খবর, নিহত ওই সমাজকর্মীর নাম গুলাম রসুল মার্গে। বছর পঁয়তাল্লিশের গুলামকে তাঁর বাড়ির কাছেই ঘিরে ধরে কয়েক জন সন্দেহভাজন জঙ্গি। তার পর তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পেটে এবং হাতে গুলি লাগে গুলামের। গুরুতর জখম অবস্থায় স্থানীয়েরা তাঁকে হান্দোয়ারার একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
সংবাদ সংস্থা পিটিআইকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কী কারণে সমাজকর্মীর উপর গুলি চালাল জঙ্গিরা, তা স্পষ্ট হয়। তাঁর পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সমাজকর্মীর উপর হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় সেনা। সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনা।
পহেলগাঁও কাণ্ডের পর থেকে সেনা এবং পুলিশের জোরদার অভিযান চলছে গোটা জম্মু-কাশ্মীর জুড়ে। শনিবার শ্রীনগর পুলিশ গোটা শহরে তল্লাশি অভিযানে নামে। বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে সন্দেহভাজনদের বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালায়। শ্রীনগরের ৬৩টি জায়গায় অভিযান চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, যাঁদের বাড়ি এবং যে সব ঠিকানায় অভিযান চালানো হয়েছে, তাঁরা কোনও না কোনও ভাবে জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। সেই সব ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তান থেকে পর পর চিঠি, ভারত কি অবস্থান বদলাবে? উত্তর দিলেন জলশক্তিমন্ত্রী
-
প্রতিরক্ষায় কতটা দক্ষ ভারত? সংঘাতের পর গোয়েন্দা তথ্য নয়াদিল্লির আর এক ‘শত্রু’ দেশে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান!
-
ভারত নিয়ে ফোনে আলোচনা পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সৌদির যুবরাজের! কী কথা হল? কী বললেন শাহবাজ়
-
পহেলগাঁও কাণ্ডের ঠিক দু’মাসের মাথায় জানা গেল তিন জঙ্গির পরিচয়! দুই আশ্রয়দাতাকে ধরল এনআইএ, কী বলছেন ধৃতেরা?
-
‘পাকিস্তানকে ভালবাসি, আমিই যুদ্ধ থামিয়েছি’, মোদীর সঙ্গে ৩৫ মিনিটের ফোনালাপ নিয়ে অবশেষে মুখ খুললেন ট্রাম্প