Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Governors Appointment

মণিপুর-সহ ছয় রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি, দায়িত্ব বদল করা হল আরও তিনটি রাজ্যে

অসমের রাজ্যপাল পরিবর্তন করা হয়েছে। তাঁকেই মণিপুরের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও সামলাতে হবে। গত ফেব্রুয়ারি থেকে মণিপুরের রাজ্যপালের দায়িত্বে ছিলেন অনুসুইয়া উইকে। তাঁকে সরানো হয়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৪ ০৮:৩০
Share: Save:

ছ’টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাতে রাষ্ট্রপতি ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপাল নিয়োগের কথা জানানো হয়েছে। পাশাপাশি, তিনটি রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল বদল করেছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী, অসমের নতুন রাজ্যপাল হচ্ছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য। তিনি এত দিন সিকিমের রাজ্যপাল ছিলেন। অসমের পাশাপাশি তিনি এখন থেকে মণিপুরের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন। গত ফেব্রুয়ারি থেকে মণিপুরের রাজ্যপালের দায়িত্বে ছিলেন অনুসুইয়া উইকে। সিকিমের নতুন রাজ্যপাল করা হয়েছে বর্ষীয়ান বিজেপি নেতা ওমপ্রকাশ মাথুরকে।

অসমের দায়িত্বে এত দিন ছিলেন গুলাবচাঁদ কাটারিয়া। তাঁকে অসম থেকে সরিয়ে পাঠানো হয়েছে পঞ্জাবে। সেখানকার রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিয়েছেন। তাঁর ইস্তফা গ্রহণের পরেই গুলাবচাঁদকে দেওয়া হল পঞ্জাবের দায়িত্ব। একই সঙ্গে তাঁকে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসকের দায়িত্বও সামলাতে হবে।

ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ এত দিন তেলঙ্গানার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছিলেন। তাঁকে এ বার মহারাষ্ট্রের রাজ্যপাল করা হল। সেখান থেকে সরানো হল রমেশ বৈসকে। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল করা হল প্রাক্তন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ারকে।

ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মাকে তেলঙ্গানার রাজ্যপাল করে পাঠিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীর লেফ্‌টেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন আইএএস অফিসার কে কৈলাসনাথনকে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ঘনিষ্ঠ বলে পরিচিত। এর আগে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের অধীনে প্রধান সচিবের দায়িত্বও সামলেছেন তিনি।

রাজস্থানের রাজ্যপালও পরিবর্তন করা হয়েছে। মহারাষ্ট্রের বর্ষীয়ান বিজেপি নেতা হরিভাউ কিষাণরাও বাগদেকে রাজস্থানের নতুন রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে। এত দিন ওই পদে ছিলেন কালরাজ মিশ্র।

ছত্তীসগঢ়ের রাজ্যপাল করা হয়েছে অসমের প্রাক্তন সাংসদ রেমন ডেকাকে। কর্নাটকের প্রাক্তন সাংসদ সিএইচ বিজয়শঙ্করকে মেঘালয়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। তার পরেই শনিবার রাতে রাজ্যপাল পরিবর্তনের এই বিজ্ঞপ্তি জারি করা হল।

অন্য বিষয়গুলি:

Governor Governors Draupadi Murmu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy