১৫ দিনে আট বার খুনের চেষ্টা করা হয়েছিল পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে! ছয় শার্প শ্যুটার ১৫ দিন ধরে রেইকি করেছিল। তার পরই মুসে ওয়ালার উপর হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু যত বারই খুনের চেষ্টা করেছিল, তত বারই ব্যর্থ হয় তারা। নেপথ্যে মুসে ওয়ালার বুলেটপ্রুফ গাড়ি এবং তাঁর কমান্ডোবাহিনী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, যে শার্প শ্যুটারদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে প্রিয়ব্রত ফৌজি এবং রূপা গোটা অভিযানের বিষয়ে গ্যাংস্টার গোল্ডি ব্রারকে প্রতি মুহূর্তের খবর দিত। যে দিন মুসে ওয়ালাকে খুন করা হয়, সে দিনও দুই গ্যাংস্টার গোল্ডি এবং শচীনকে ভিডিয়ো কল করে মুসে ওয়ালার বাড়ি থেকে বেরনোর খবর জানিয়েছিল কেকড়া এবং নিক্কু নামে দুই শার্প শ্যুটার।
সেই খবর পাওয়া মাত্রই শার্প শ্যুটার প্রিয়ব্রত এবং রূপাকে নির্দেশ দেয় গোল্ডি। শুধু তাই-ই নয়, তদন্তকারীরা জানতে পেরেছেন যে, গোল্ডি আগেই খবর পেয়েছিল মুসে ওয়ালা মানসা যেতে পারেন। সে জন্য আগে থেকেই মানসার কাছাকাছি এলাকায় শার্প শ্যুটাররা ডেরা বেঁধেছিল।
A large number of arms & explosives including 8 grenades, 3 pistols and around 50 bullets recovered from the possession of the three persons including two main shooters arrested in the Sidhu Moose Wala murder case: Delhi Police pic.twitter.com/QTRkLC2nv6
— ANI (@ANI) June 20, 2022
আরও পড়ুন:
কিন্তু গোল্ডির নির্দেশ পেতেই আগে থেকে রাস্তায় অপেক্ষা করছিল প্রিয়ব্রত এবং রূপা। গোল্ডি এ-ও নির্দেশ দিয়েছিল যে, তাদের কাছে থাকা স্বয়ংক্রিয় বন্দুক এবং পিস্তলে যদি কাজ না হয়, তা হলে গ্রেনেড গিয়ে যেন হামলা চালানো হয়। প্রিয়ব্রত এবং রূপা সেই নির্দেশ পেতেই মুসে ওয়ালার গাড়ির উপর হামলা চালায়। স্বয়ংক্রিয় বন্দুক থেকে ৩০ রাউন্ড গুলি চালায় তারা।
তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত শার্প শ্যুটার প্রিয়ব্রত এবং রূপার কাছ থেকে একটি বন্দুক, তিনটি পিস্তল, ৫০টি কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মুসে ওয়ালার উপর হামলা চালানোর জন্য যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেটি এএন-৯৪ রাশিয়ান অ্যাসল্ট রাইফেল।